Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

প্রধান বিচারপতির পদ বেশি দিন খালি রাখবেন না প্রেসিডেন্ট -আইনমন্ত্রী

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৪ নভেম্বর, ২০১৭, ১২:০০ এএম

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, প্রধান বিচারপতির পদটি প্রেসিডেন্ট বেশি দিন খালি রাখবেন না। এটা নিয়ে বিতর্ক সৃষ্টির কিছু নাই। আমার মনে হয়, প্রেসিডেন্ট এই পদটি বেশি দিন খালি রাখবেন না। গতকাল বৃহস্পতিবার রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইসস্টিটিউটে একটি কোর্সের অধিবেশন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
অতিরিক্ত জেলা ও দায়রা জজ এবং সমপর্যায়ের বিচারকদের জন্য এ প্রশিক্ষণ কোর্সের আয়োজন করা হয়। কবে নাগাদ প্রধান বিচারপতি নিয়োগ এবং অন্যান্য বিচারপতি নিয়োগের পর তাদের শপথকে পড়াবেন প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, আমি কিন্তু বার বারই একটা কথা বলেছি সেটা হচ্ছে, প্রধান বিচারপতিকে নিয়োগ দেয়ার একমাত্র ক্ষমতা ও এখতিয়ার প্রেসিডেন্ট। তিনি যখন নিয়োগ দেবেন তখনই প্রধান বিচারপতি নিয়োগ প্রাপ্ত হবেন। কে হবেন প্রধান বিচারপতি এ ব্যাপারে আমার কোনো এখতিয়ার নেই এবং বলতেও পারবো না। কবে নাগাদ নিয়োগ হবে সেটিও বলতে পারবো না। তিনি বলেন, আপনারা যদি পেছন ফিরে যান দেখবেন ১৯৯০ সালের ডিসেম্বর থেকে ১৯৯১ পর্যন্ত সময়ে যখন প্রেসিডেন্ট শাহাবুদ্দিন সাহেব যখন কেয়ারটেকার সরকারের প্রধান উপদেষ্টা ছিলেন তখন কিন্তু একজন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি ছিলেন। তিনি তখন বিচারপতিদের অ্যাপয়েনমেন্ট দিয়েছিলেন এবং শপথও পড়িয়েছেন। এমন নজির নাই তা কিন্তু নয়। এখন কথা হলো কোন কথাটার উপর জোড় দেয়া উচিত সেটা হচ্ছে বিবেচ্য বিষয়। এখানে ‘অনুরূপ’ কথাটির উপর জোড় দেয়া উচিত বলেও মনে করেন তিনি।
মন্ত্রী আরো বলেন, যিনি এখন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি তিনি কিন্তু আপিলের বিচারপতি হিসেবে শপথ নিয়েছিলেন। এবং অস্থায়ী হিসেবে দায়ীত্ব পালন করছেন। তিনি অস্থায়ী বিচারপতি হিসেবে প্রধান বিচারপতির যাবতীয় দায়ীত্ব পালন করতে পারবেন। এখানে কিন্তু কোথাও কোনো বিভাজন করে দেয়া হয়নি যে, অস্থায়ী বিচারপতি কিছু পারবেন কিছু পারবেন না। আইনমন্ত্রী বলেন, ষোড়শ সংশোধনীর রিভিউ শুনানি করতে যা যা আইন আছে তার সবগুলো পালন করা হবে। কবে নাগাদ রিভিউ করা হবে সে বিষয়ে অ্যাটর্নি জেনারেল জানেন বলেও জানান আইনমন্ত্রী।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আইনমন্ত্রী


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ