Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সফল করার আহ্বান আল্লামা শফীর

চট্টগ্রামে হেফাজতের শানে রেসালত সম্মেলন শুরু আজ

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ২৪ নভেম্বর, ২০১৭, ১২:০০ এএম

আজ বাদ জুমা নগরীর জমিয়তুল ফালাহ মসজিদ ময়দানে হেফাজতে ইসলামের দুই দিনব্যাপী শানে রেসালত সম্মেলন শুরু হচ্ছে। এতে দেশের শীর্ষ ওলামায়ে কেরাম, হেফাজতে ইসলামের নেতৃবৃন্দ ও ইসলামী চিন্তাবিদগণ বক্তব্য রাখবেন। আগামীকাল শনিবার রাতে আখেরী মোনাজাতের মাধ্যমে সম্মেলন শেষ হবে। সম্মেলন সফল করার জন্য দেশের সর্বস্তরের আলেম-ওলামা ও তৌহিদী জনতার প্রতি আহবান জানিয়েছেন হেফাজতে ইসলামের আমির ও দারুল উলুম হাটহাজারীর মহাপরিচালক শায়খুল ইসলাম আল্লামা শাহ আমহদ শফী।
গতকাল (বৃহস্পতিবার) এক বিবৃতিতে তিনি বলেন, মহানবী (সাঃ)’র শান-মান মর্যাদা রক্ষায় এবং নাস্তিক্যবাদী অপশক্তির মোকাবেলায় মুসলমানদের মধ্যে সুদৃঢ় ঐক্য সময়ের অপরিহার্য দাবী। বিশ্বব্যাপী ইসলাম ও মুসলমানদের বিরুদ্ধে ইহুদি খ্রিস্টান ও সাম্রাজ্যবাদী গোষ্ঠীর মোকাবেলায় মুসলিম উম্মাহর ঈমানী শক্তি মজবুত করতে হবে। দেশী-বিদেশী ইসলামবিদ্বেষী গোষ্ঠী মুসলমানদের ঈমান আক্বীদা, তাহজীব তামাদ্দুন ধ্বংস করতে চায়। শিরক বিদআত ও কুফরি কালচার আমাদের সমাজকে কলুষিত করে ফেলেছে। তাই পরিবার, সমাজ ও রাষ্ট্রের কল্যাণে তাওহিদ ও রিসালতের অনুপম আদর্শ পরিপূর্ণ অনুসরণ করতে হবে।
এদিকে সম্মেলন সফল করতে এক প্রস্তুতি সভা গতকাল নগরীর দামপাড়াস্থ জামেয়া ইসলামিয়া মিলনায়তনে হেফাজত মহাসচিব ও শানে রেসালত সম্মেলন কমিটির আহবায়ক আল্লামা জুনায়েদ বাবুনগরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে নায়েবে আমীর মহানগর সভাপতি মাওলানা হাফেজ তাজুল ইসলাম, শানে রেসালত সম্মেলন কমিটির সচিব মাওলানা মুহাম্মদ সলিমুল্লাহ, অর্থসচিব মাওলানা লোকমান হাকীম, মাওলানা আবদুল জব্বার, মাওলানা মঈনুদ্দিন রুহী, মাওলানা আবু আহমদ, মাওলানা মনির উদ্দিন, হাফেজ মুহাম্মদ তৈয়ব, মাওলানা আজিজুল হক ইসলামাবাদী প্রমুখ উপস্থিত ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ