Inqilab Logo

রোববার, ০৯ জুন ২০২৪, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩১, ০২ যিলহজ ১৪৪৫ হিজরী

যশোরে সাংবাদিকদের সঙ্গে গয়েশ্বর চন্দ্র রায়

| প্রকাশের সময় : ২৪ নভেম্বর, ২০১৭, ১২:০০ এএম

বাধাহীন ভোটের পরিবেশ সৃষ্টি না হওয়া পর্যন্ত বিএনপি লড়বে
যশোর ব্যুরো : বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, দ্বিধাহীন বাধাহীন নিরাপদ ভোট দেওয়ার পরিবেশ যতক্ষণ দৃশ্যমান না হবে ততক্ষণ পর্যন্ত বিএনপি লড়বে। তিনি বলেন, বিএনপির জন্ম হয়েছে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার নিয়ে। এই বহুদলীয় গণতন্ত্র যতক্ষণ প্রাতিষ্ঠানিক রূপ না পাবে, ততক্ষণ বিএনপি লড়াই চালিয়ে যাবে, এ যুদ্ধ অব্যাহত রাখবে।
গতকাল বৃহস্পতিবার সকালে যশোরের একটি অভিজাত হোটেলে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে গয়েশ্বর চন্দ্র রায় এসব কথা বলেন। এসময় সেখানে বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান নিতাই চন্দ্র রায়, কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) অনিন্দ্য ইসলাম অমিত, কেন্দ্রীয় নেতা অমলেন্দু দাস অপু, জয়ন্ত কুমার কুন্ডু, আশরাফ উদ্দিন উপস্থিত ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ