Inqilab Logo

শুক্রবার, ২৮ জুন ২০২৪, ১৪ আষাঢ় ১৪৩১, ২১ যিলহজ ১৪৪৫ হিজরী

হোল্ডিং ট্যাক্স নিয়ে ঢাকার দুই সিটি মেয়রকে নোটিশ

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৪ নভেম্বর, ২০১৭, ১২:০০ এএম

সিটি করপোরেশনের আরোপিত বর্ধিত হোল্ডিং ট্যাক্স ২৪ ঘণ্টার মধ্যে আদায় স্থগিতের জন্য দুই মেয়রকে আইনি নোটিশ দিয়েছেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী। গতকাল বৃহস্পতিবার দুই মেয়র বরাবরে আইনজীবী একলাছ উদ্দিন ভূইয়া এ নোটিশ পাঠান। এই তথ্য সাংবাদিকদের জানিয়েছেন আইনজীবী শারমিন আক্তার।
নোটিশে বলা হয়, স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন ২০০৯ এর ৮২ ও ৮৩ ধারা মোতাবেক প্রজ্ঞাপনের মাধ্যমে কর আরোপ ও কর বলবৎকরণের আওতায় কর আরোপের বিধান রয়েছে।
কিন্তু কোনো গণশুনানি কিংবা কোনো ধরনের প্রজ্ঞাপন জারি না করে হোল্ডি ট্যাক্স ৬০০ টাকা থেকে ৪৫ হাজার ৬০০ টাকা বৃদ্ধি করেছে।
নোটিশে বর্ধিত হোল্ডিং ট্যাক্স আদায় বন্ধের অনুরোধ করা হয়েছে। অন্যথায় জনস্বার্থে উচ্চ আদালতের আশ্রয় গ্রহণ করা হবে বলেও উল্লেখ করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ