Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আশুলিয়া থেকে পুলিশের রেশন ভর্তি ট্রাক ছিনতাই

| প্রকাশের সময় : ২৪ নভেম্বর, ২০১৭, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার, সাভার : ঢাকার সাভারের আশুলিয়ায় চালক ও তার সহকারীকে হাত-পা বেঁধে অস্ত্রের মুখে জিম্মি করে পুলিশের রেশন বোঝাই ট্রাক ছিনতাই করে নিয়ে গেছে দূবৃত্তরা। মারধরে আহত হয়েছে চালক ও তার সহকারী। গতকাল বৃহস্পতিবার ভোরে ঢাকা-আরিচা মহাসড়কের আশুলিয়ার নবীনগর বাসস্ট্যান্ডের কাছে এ ঘটনা ঘটে।
আশুলিয়া থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) লোকমান হোসেন জানান, ৩০০ বস্তা রেশনের আটা বোঝাই একটি ট্রাক ঢাকা থেকে পাবনা পুলিশ লাইনের উদ্দেশ্যে যাওয়ার পথে নবীনগরে এ ছিনতাইয়ের ঘটনা ঘটে। ছিনতাইকারীরা চালক আসাদুল ইসলাম ও তার সহকারী আজিম হোসেনকে মারধর করে হাত-পা বেধে আশুলিয়ার মরাগাং এলাকায় সড়কের পাশে ফেলে দেয়। পথে পথচারীদের সহায়তায় তারা থানায় আসে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ