রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) উপজেলা সংবাদদাতা : নারায়ণগঞ্জের রূপগঞ্জ থেকে পুলিশ পরিচয়ে ছিনতাই হওয়া রড বোঝাই ট্রাক চাঁদপুর জেলার চাঁনপুর সদর এলাকার ওয়াসিমের দোকানের সামনে থেকে উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে রড বোঝাই ট্রাক উদ্ধার করা হয়। এর আগে, গত সোমবার (১৯ নভেম্বর) গভীর রাতে উপজেলার পোনাব নাম স্থানের এশিয়ান হাইওয়ে (বাইপাস) সড়কে পুলিশ পরিচয় দিয়ে ও চালককে অস্ত্রের মুখে জিম্মি করে রড বোঝাই ট্রাকটি ছিনতাই করে ছিনতাইকারীরা ।
ভুলতা পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর শহিদুল আলম জানান, প্রায় ২০ টন রড নিয়ে একটি ট্রাক চট্রগ্রাম থেকে গাজীপুরের উদ্দেশ্যে রওনা হয়। সোমবার গভীর রাতে পোনাব নাম স্থানের এশিয়ান হাইওয়ে (বাইপাস) সড়কে আসামাত্র একদল ছিনতাইকারী নিজেদের পুলিশ পরিচয় দিয়ে ট্রাকটি গতিরোধ করে। পরে ট্রাক চালক আবুল কাশেমকে অস্ত্রেরমুখে জিম্মি করে বেঁধে ফেলে রডসহ ট্রাকটি ছিনতাই করে নিয়ে যায় ছিনতাইকারীরা। এ ঘটনায় আবুল কাশেম বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। পুলিশের বিভিন্ন কলাকৌশলের মাধ্যমে জানতে পারেন রড বোঝাই ট্রাকটি চাঁদপুর জেলার চাঁনপুর সদর এলাকার ওয়াসিমের দোকানের সামনে রয়েছে। সোমবার ভোর থেকে ভুলতা ফাঁড়ির একদল পুলিশ সেখানে অভিযান পরিচালনা করে ছিনতাই হওয়া রডসহ ট্রাকটি উদ্ধার করে। ছিনতাইচক্রের সদস্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলেও জানান তিনি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।