Inqilab Logo

মঙ্গলবার ১৯ নভেম্বর ২০২৪, ০৪ অগ্রহায়ণ ১৪৩১, ১৬ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গাইবান্ধা সড়ক বিভাগের কর্মচারীদের কর্মবিরতি

| প্রকাশের সময় : ২৪ নভেম্বর, ২০১৭, ১২:০০ এএম

গাইবান্ধা জেলা সংবাদদাতা : ৭ দফা বাস্তবায়নের দাবিতে গাইবান্ধার সড়ক ও জনপথ বিভাগের ওয়ার্ক চার্জড ও মাষ্টার রোল কর্মচার্রীরা পূর্ণদিবস কর্মবিরতি পালন করছে। ১৯শে নভেম্বর থেকে ২৩ নভেম্বর জেলা পর্যায়ে এবং কেন্দ্রীয় পর্যায়ে ২৭ নভেম্বর থেকে শুরু হওয়া কর্মবিরতি চলবে ৩০ নভেম্বর পর্যন্ত। এই উপলক্ষে সকালে সড়ক ও জনপথ বিভাগের প্রধান ফটকে অবস্থান কর্মসূচি গ্রহন করে। ৫ম দিনের মতো গতকাল বৃহস্পতিবার কর্মসূচি চলাকালে বক্তব্য রাখেন, গাইবান্ধা সড়ক ও জনপথ বিভাগের কর্মচার্রী ইউনিয়নের সভাপতি রেজাউল করিম, সাধারন সম্পাদক মনশাদুল হক, শহীদুল আলম, খায়রুল ইসলাম, রেজাউল হক, রাশেদুল ইসলাম, আবু জাফর, মমিুনল ইসলাম, আব্দুর রশিদ, আব্দুল খালেদ, গোলযার রহমান, পারভিন আক্তর প্রমুখ।
বক্তারা বলেন দীঘ ৬০ বছর বয়স পর্যন্ত চাকুরি করেও সরকার থেকে কোন কিছু না পেয়ে বর্তমানে পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবন যাপন করছে। আগামী ডিসেম্বরের মধ্যে অনেকের চকরীর মেয়াদ পূর্ণ হবে। মেয়াদ শেষে তাদের ভবিষৎ অন্ধকার। বক্তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৭ দফা শ্রমিকদের প্রত্যাশা সরকারি করনের মাধ্যমে শূণ্য পদ পূরন করবেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ