Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শ্রীপুরে বিষাক্ত এসিডে ৭ গরু-ছাগলের মৃত্যু

শ্রীপুর (গাজীপুর) উপজেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ২৪ নভেম্বর, ২০১৭, ১২:০০ এএম

গাজীপুরের শ্রীপুরে অবৈধ ব্যাটারি কারখানার পুড়ানো বিষাক্ত এসিডে ৭টি গৃহপালিত গরু-ছাগল মারা গেছে। বিষাক্ত এসিডে আক্রান্ত হয়ে আরও বেশকয়েকটি গরু অসুস্থ্য হয়ে পড়েছে। ২৩ নভেম্বর বৃহস্পতিবার উপজেলার গোসিংগা ইউনিয়নের হায়াৎখারচালা এলাকায় এ ঘটনা ঘটে। জানা যায়, প্রায় দুই মাস আগে হায়াৎখারচালা এলাকায় জনৈক সবুজ মিয়ার মালিকানাধীন জমি ভাড়া নিয়ে গাইবান্ধার গোবিন্দগঞ্জ গ্রামের বাবু মিয়ার পুত্র শাকিল অবৈধ ভাবে ব্যাটারির সীসা পুড়ানোর কাজ শুরু করে। দিনভর বিভিন্ন স্থান থেকে পুরাতন ও নষ্ট ব্যাটারি ওই কারখানায় এনে গভীর রাতে আগুন দিয়ে পুড়িয়ে সীসা বের করা হয়। এতে গ্রামের বেশ কয়েকজন কৃষকের গৃহপালিত গরু-ছাগল অসুস্থ্য হয়ে পড়ে এবং গত কয়েকদিনে ৭টি গরু-ছাগল মারা যায়। বৃহস্পতিবার ভোরবেলা স্থানীয় মৃত তমিজ উদ্দিন খানের পুত্র আলমাছ খানের ৭ মাসের একটি গর্ভবতী গাভী মারা যায়। এর আগে একই এলাকার গোলাম মোস্তফা খানের ১টি গাভী, শরীয়ত হোসেন খানের ২টি গাভী, ছফুরা খাতুনের ১টি গাভী, ফুলেছা খাতুনের একটি ছাগল, ইদ্রিস আলীর ২ গাভী অসুস্থ্য হয়ে মারা গেছে। গৃহপালিত গরুর মালিক কৃষক আলমাছ খান জানান, গভীর রাতে ব্যাপক পরিমানের ব্যাটারি পুড়িয়ে এলাকার পরিবেশ বিনষ্ট করা হচ্ছে। আমার ৬০ হাজার টাকা মূল্যের একটি গর্ভবতী গাভী মারা গেছে আরও একটি ৮০ হাজার টাকা মূল্যের ষাড় অসুস্থ্য হয়ে পড়ে আছে। এ ব্যাপারে ব্যাটারি কারখানার জমির মালিক সবুজ মিয়া জানান, ব্যাটারি পুড়ানোর ফলে গরু-ছাগল মারা যাওয়ার বিষয়টি জানা থাকলে কারখানার জন্য জমি ভাড়া দিতাম না। কারখানার মালিক শাকিল মিয়া জানান, জনবসতি এলাকা থেকে কারখানা সরিয়ে নিয়ে ক্ষতিগ্রস্থ কৃষকদের অর্থনৈতিক ভাবে ক্ষতিপূরণ দেওয়ার চেষ্টা করব। শ্রীপুর উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা: আব্দুল জলিল বলেন, ঘটনাটি শুনার সাথে সাথে চিকিৎসা ব্যবস্থা নিশ্চিত করার জন্য বিশেষ টিম গঠন করে ওই এলাকায় পাঠানো হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ