Inqilab Logo

শুক্রবার ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

রানীশংকৈলে পৌর ভবনের জমি মেয়রকে হস্তান্তর করলেন

| প্রকাশের সময় : ২৪ নভেম্বর, ২০১৭, ১২:০০ এএম

আশরাফুল আলম, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) থেকে : ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে পৌর ভবনের জন্য ৫০ শতক জমি ৩০ লক্ষ টাকার বিনিময়ে উপ-পরিচালক স্থানীয় সরকারের মাধ্যমে ইউপি চেয়ারম্যান মেয়রকে হস্তান্তর করলেন। রাণীশংকৈলে পৌরসভাটি স্থাপিত হয় ২০০৪ সালে। বর্তমানে পৌরসভার কার্য্যালয় অস্থায়ীভাবে একটি ভবন ভাড়ানিয়ে কার্যক্রম চলছে। দীর্ঘদিন পর জেলা প্রশাসক আব্দুল আওয়াল’র উদ্যোগে সাবেক ৩নং হোসেনগাঁও ইউনিয়ন পরিষদের পরিত্যক্ত ৫০ শতক জমি ৩০ লক্ষ টাকার বিনিময়ে গত ২২ নভেম্বর উপ-পরিচালক স্থানীয় সরকার আঃ ওয়াহেদ ’র মাধ্যমে ইউপি চেয়ারম্যান মাহাবুব আলম পৌর মেয়র আলমগীর সরকারকে হস্তান্তর করেন। এসময় উপজেলা চেয়ারম্যান আইনুল হক, উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার মোহাঃ নাহিদ হাসান, সহকারী কমিশনার (ভূমি) সোহাগ চন্দ্র শাহা সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। মেয়র জানান, ১৫লক্ষ টাকার চেক দেওয়া হ’ল। বাকী ১৫ লাখ টাকা দলিল সম্পাদনের দিন দেওয়া হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ