Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ফরিদগঞ্জ আলিয়া মাদরাসায় ঈসালে সাওয়াব ও মিলাদুন্নবী মাহফিল

| প্রকাশের সময় : ২৪ নভেম্বর, ২০১৭, ১২:০০ এএম

ফরিদগঞ্জ (চাঁদপুর) উপজেলা সংবাদদাতা : গত মঙ্গলবার চাঁদপুর জেলার ফরিদগঞ্জ থানাস্থ ফরিদগঞ্জ মজিদিয়া কামিল মাদরাসা ময়দানে মাদরাসার প্রতিষ্ঠাতা মাওলানা আব্দুল মজীদ রাহমাতুল্লাহি আলাইহি’র ইসালে সাওয়াব ও মিলাদুন্নবী সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে কাদেরিয়া তৈয়বিয়া সুন্নীয়া আলিয়া মাদরাসার সাবেক প্রিন্সিপাল মাওলানা জাহাঙ্গীর আলম মুজাহেদী বলেন, মিলাদুন্নবী ছাড়া সিরাত, শরীয়ত কিছুই পাওয়া যেত না, মিলাদুন্নবী মুমিনের ঈমান তাজা করার উৎস। সভাপতির বক্তব্যে মাদরাসার প্রিন্সিপাল ড. মাওলানা এ কে এম মাহবুবুর রহমান বলেন, মিলাদুন্নবী সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মুস্তাহসান আমল, হাজারো ওলামায়ে কেরাম এ আমল করেছেন। কারো যদি ভাল না লাগে সে করবে না, কিন্তু এর বিরোধিতা করা রসূলের শানে বেয়াদবী। মাহফিলে আরো বক্তব্য রাখেন মাদরাসার ভাইস প্রিন্সিপাল মুফতি এইচ এম আনোয়ার মোল্লা, প্রধান মুহাদ্দিস মাওলানা মমিনুল ইসলাম খান, ফকীহ মাওলানা হেলাল উদ্দীন কাদেরী, মুদাররিস মাওলানা আব্দুল আজিজ নেছারী। এছাড়াও মাহফিলে দেশবরেণ্য ওলামায়ে কেরাম তাশরীফ আনেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ