Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

তালোড়া চাল কল মালিক সমিতির নির্বাচন

| প্রকাশের সময় : ২৪ নভেম্বর, ২০১৭, ১২:০০ এএম

দুপচাঁচিয়া (বগুড়া) উপজেলা সংবাদদাতা : দুপচাঁচিয়া উপজেলার তালোড়া চাউল কল মালিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন গতকাল ২৩ নভেম্বর বৃহস্পতিবার সমিতির কার্যালয়ে সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভাবে অনুষ্ঠিত হয়েছে। এবারের নির্বাচনে সভাপতি পদ সহ ৩ টি পদে মোট ১৪ জন প্রার্থী প্রতি›দ্ব›িদ্বতা করে। নির্বাচনে ১৭৫ জন ভোটারদের মধ্যে ১৬৬ জন ভোটার ভোট প্রদান করে। সকাল ৯ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত ভোট গ্রহন করা হয়। নির্বাচনে বর্তমান সভাপতি আনোয়ারুল হক তালুকদার (সাইকেল মার্কা) ৮৩ ভোট পেয়ে পুনরায় সভাপতি নির্বাচিত হয়েছে। তার নিকটতম প্রার্থী আলহাজ¦ নূর-এ-আলম চৌধুরী (গরুরগাড়ী) পেয়েছেন ৬৩ ভোট। এ ছাড়াও সহ-সভাপতি ২ টি পদে ৫ জন প্রার্থী প্রতি›দ্ব›িদ্বতা করেন। এদের মধ্যে মোঃ আশরাফ আলী (গোলাপ ফুল) ও আলহাজ¦ বেলাল হোসেন (বই) সহ ৫ জন কার্যনির্বাহী সদস্য ভোটের মাধ্যমে নির্বাচিত হয়েছে। অপরদিকে বিনা প্রতি›দ্ব›িদ্বতায় সাধারন সম্পাদক পদে সুভাষ প্রসাদ কানু, সহ-সাধারন সম্পাদক নজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক বাপ্পী মন্ডল, কোষাধ্যক্ষ রঞ্জন সরকার ভানু, ক্রীড়া সম্পাদক হাফিজার রহমান, ধর্ম ও প্রচার সম্পাদক সামছুল হক খন্দকার, দপ্তর সম্পাদক শহিদুল ইসলাম নির্বাচিত হন। নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন মদন লাল গুপ্ত, সহকারি নির্বাচন কমিশনার ছিলেন বিকাশ মন্ডল ও মেহেদী হাসান চৌধুরী।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ