রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
মাধবপুর (হবিগঞ্জ) উপজেলা সংবাদদাতা : বাংলাদেশ-ভারত সীমান্তে মাদক ও চোরাচালান রোধে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)-এর পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত হবিগঞ্জের মাধবপুর উপজেলার চৌমুহনী ইউনিয়নের সিদাই সীমান্তে এ পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে নেতৃত্ব দেন বিজিবি-৫৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল আসাদুজ্জামান চৌধুরী ও বিএসএফ-৪৮ ব্যাটালিয়নের কমান্ডেন্ট পিসি শর্শা। বিজিবির অধিনায়ক আসাদুজ্জামান চৌধুরী জানান, সীমান্তে অপরাধ নিয়ন্ত্রণে দিনরাত পরিশ্রম করে যাচ্ছে বিজিবি। আর এই কার্যক্রমকে আরো তড়ান্বিত করতে, বিশেষ করে মাদক ও চোরাচালান রোধে বিজিবি-বিএসএফ একযোগে কাজ করার বিষয়ে পতাকা বৈঠকে ফলপ্রসু আলোচনা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।