Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সাবেক মন্ত্রী আব্দুল মান্নানের স্ত্রীর ইন্তেকাল

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৩ নভেম্বর, ২০১৭, ১২:০০ এএম

বিএনপির ভাইস চেয়ারম্যান, সাবেক বিমান প্রতিমন্ত্রী ও ঢাকা জেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল মান্নানের স্ত্রী নিলুফার মান্নান বুধবার ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর। বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান ও শামসুদ্দিন দিদার জানান, নিলুফার মান্নান বাংলাদেশ সময় ভোর সাড়ে ৫টায় সিঙ্গাপুরে র‌্যাফেলস স্কয়ার হাসপাতালে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি একমাত্র মেয়ে ব্যারিস্টার মেহনাজ মান্নান, জামাতা ব্যারিস্টার নাসির উদ্দিন আহম্মেদ অসীম, নাতী আহরীজ আহম্মেদ, নাতনী আহরীন সহ বহু আত্মীয়-স্বজন, গুণগ্রাহী ও শুভাকাক্সক্ষী রেখে গেছেন। তারা জানান, নিলুফার মান্নান হৃদরোগে আক্রান্ত হলে তাকে গত ১৮ নভেম্বর রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্স যোগে তাকে গত ১৯ নভেম্বর সিঙ্গাপুরে নেয়া হয়। আজ বৃহস্পতিবার বিকাল নাগাদ বাংলাদেশ বিমানের একটি উড়োজাহাজ যোগে মরহুমার কফিন দেশে আনার কথা রয়েছে। এদিকে মরহুমা নিলুফার মান্নানের মৃত্যুতে গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল এক শোকবার্তায় তিনি বলেন, মিসেস নিলুফার মান্নানের মৃত্যু সংবাদে আমি মরহুমার পরিবারবর্গ ও আত্মীয়স্বজনদের মতো গভীরভাবে শোকাহত ও ব্যথিত হয়েছি। একজন রাজনীতিবিদের সহধর্মীনি হিসেবে তিনি স্বামীর সকল কাজে অনুপ্রেরণা যুগিয়েছেন। এছাড়াও শোক জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আমান উল্লাহ আমান এবং কেন্দ্রীয় ছাত্রদল। তারা সকলেই মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ