Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চ্যাম্পিয়ন সিটি অ্যাওয়ার্ড পেল ফুলপুর পৌরসভা

| প্রকাশের সময় : ২৩ নভেম্বর, ২০১৭, ১২:০০ এএম

ফুলপুর (ময়মনসিংহ) উপজেলা সংবাদদাতা : বিশ্ব ব্যাংক আয়োজিত প্রতিযোগিতায় আর্থিক স্বচ্ছতা ও ব্যবস্থাপনায় প্রথম স্থান অধিকার করায় ‘চ্যাম্পিয়ন সিটি (পৌরসভা) এ্যাওয়ার্ড-২০১৭’ পেল ময়মনসিংহের ফুলপুর পৌরসভা। জানা যায়, বিশ্ব ব্যাংকের পৃষ্ঠপোষকতায় এবং বাংলাদেশ পৌরসভা সমিতির সহযোগিতায় ‘সেন্টার অব এক্সিলেন্ট ফর আরবান ডেভেলপমেন্ট’ বাংলাদেশে প্রথম সকল পৌরসভার অভ্যন্তরীণ কার্যক্রমের ওপর চ্যাম্পিয়ন সিটি (পৌরসভা) এ্যাওয়ার্ড-২০১৭ নামে প্রতিযোগিতার আয়োজন করেন। প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে গত ২৮-২৯ অক্টোবর অনুষ্ঠিত প্রতিযোগিতায় জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী, অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী মোঃ আব্দুল মান্নান, সকল সিটি কর্পোরেশন ও পৌরসভার মেয়র, বিদেশী অতিথিবৃন্দ ও বিভিন্ন সংস্থার কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। ফুলপুর পৌরসভা উক্ত প্রতিযোগিতায় আর্থিক স্বচ্ছতা ও ব্যবস্থাপনা বিভাগে খুবই বলিষ্ঠভাবে অংশ নিয়ে প্রথম স্থান অধিকার করে চ্যাম্পিয়ন সিটি (পৌরসভা) এ্যাওয়ার্ড অর্জন করেন। ফুলপুর পৌরসভার মেয়র মোঃ আমিনুল হকের হাতে আনুষ্ঠানিক ভাবে চ্যাম্পিয়ন সিটি (পৌরসভা) এ্যাওয়ার্ড তুলে দেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী মোঃ আব্দুল মান্নান ও বাংলাদেশ পৌরসভা সমিতির সভাপতি মোঃ আব্দুল বাতেন। এ ব্যাপারে ফুলপুর পৌরসভার মেয়র মোঃ আমিনুল হক বলেন, চ্যাম্পিয়ন সিটি (পৌরসভা) এ্যাওয়ার্ড শুধু আমি ও আমার পরিষদকে সম্মানিত করেছে তা নয় বরং তা সমস্ত ফুলপুর পৌরবসীরকেও বিশ্বের কাছে গৌরবান্বিত ও সম্মানিত করেছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ