বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
রামগতি ( লক্ষীপুর) সংবাদদাতা : কথা কাটাকাটিতে ক্ষিপ্ত হয়ে মারধর করায় এক কিশোরের হাতে অপর কিশোরের মৃত্যু হয়েছে। গত সোমবার লক্ষীপুরের রামগতি উপজেলার সদর আলেকজান্ডার বাস স্ট্যান্ডে গ্রামীণ হোটেলে মর্মান্তিক এ খুনের ঘটনাটি সবাইকে হতবাক করে। জানা যায়, তুচ্ছ ঘটনায় কথাকাটাকাটির এক পর্যায়ে হোটেলকর্মী রিয়াজ উদ্দিন (১৪) কে একই হোটেলের অপরকর্মী কিশোর আবির ( ১৬) মারধর করে। আঘাতে মাটিতে লুটিয়ে পড়ে গেলে গুরুতর আহত রিয়াজকে প্রথমে রামগতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরে নোয়াখালী জেনারেল হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করে। হাসপাতালে মৃতদেহ রেখে পালিয়ে যায় হোটেল মালিক আব্দুর জাহের। এ ঘটনায় পুলিশ অভিযুক্ত আবিরকে গ্রেপ্তার করেছে। জিজ্ঞাসাবাদের জন্য ওই হোটেলের ৫ জন আটক করেছে বলে রামগতি থানার ওসি পুলিশ পরিদর্শক ইকবাল হোসেন জানিয়েছেন। নিহত রিয়াজ উদ্দিন উপজেলার শিক্ষা গ্রামের সফু মাঝির ছেলে। অভিযুক্ত আবির একই উপজেলার চর কলাকোপা গ্রামের আব্দুল হাই এর পুত্র বলে জানা গেছে। নিহতের পরিবারের দাবী রিয়াজকে হোটেল মালিক জাহেরসহ মারধর করায় তার মৃত্যু হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।