Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অরণ্য আনোয়ারের নতুন ধারাবাহিক বন্ধু বটে

বিনোদন ডেস্ক : | প্রকাশের সময় : ২৩ নভেম্বর, ২০১৭, ১২:০০ এএম

আরটিভিতে শুরু হয়েছে অরণ্য আনোয়ারের রচনা ও পরিচালনায় নতুন ধারাবাহিক নাটক বন্ধু বটে। দুই বন্ধুর মজার সব কান্ডকারখানা নিয়ে নাটকটির গল্প আবর্তিত হয়েছে। দুই বন্ধুর চরিত্রে আছেন শাহাদাত হোসেন ও শ্যামল মাওলা। পুলিশ কর্মকর্তা হিসেবে এতে অভিনয় করেছেন প্রভা। অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন তারিক আনাম খান, তারিন, ফজলুর রহমান বাবু, মনিরা মিঠু, তানিয়া হোসেন, আরফান আহমেদ, ফারজানা ছবি, নোভা ফিরোজ প্রমুখ। নাটকটি বুধ থেকে শুক্রবার রাত ১০টায় প্রচার হচ্ছে। ইকবাল ও আসাদ নামের অদ্ভুত দুই চরিত্রকে নিয়ে শুরু হয়েছে নাটকটির গল্প। তারা দুজন পর¯পরকে বন্ধু বলে সম্বোধন করে। দুজনেই আক্কু নামের একজনকে খুঁজতে থাকে।খুঁজতে খুঁজতে এসে থামে কক্সবাজারের একটি হোটেলে। এই হোটেলে এসে তারা ম্যানেজারের কাছে জানতে চায়, হোটেলের মালিক আক্কু কোথায়? ম্যানেজার জানায়, মালিকের নাম আক্কু নয়। তখন উল্টা দুজনেই রেগে যায় এবং ম্যানেজারকে মিথ্যুক বলে তার ওপর চড়াও হয়। ম্যানেজার হোটেল মালিককে ফোন করে জানায়। হোটেল মালিক আবুল কালাম আজাদ বিষয়টি বুঝতে পারেন না। কারণ তার নাম তো আক্কু নয়। এরপর থানায় নিয়ে যাওয়া হয় দুই বন্ধুকে। সেখান থেকে কৌশলে পালিয়ে এসআই লুৎফুন্নাহারের বাড়িকে আশ্রয় নেয় তারা। ঘটনা অন্যদিকে মোড় নেয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ