Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ডিসেম্বরে থেকে জেলা পর্যায়ে স্মার্টকার্ড বিতরণ

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২২ নভেম্বর, ২০১৭, ১২:০০ এএম

সিটি করপোরেশন এলাকার পর এবার জেলা পর্যায়ে স্মার্ট জাতীয় পরিচয়পত্র (স্মার্টকার্ড) বিতরণ করতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ১ ডিসেম্বর থেকে দেশের অর্ধেক জেলায় একযোগে স্মার্টকার্ড বিরতণ কার্যক্রম শুরু হবে। গতকাল মঙ্গলবার জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাইদুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানান। সাইদুল ইসলাম জানান, ডিসেম্বরের ১ তারিখ থেকে দেশের অর্ধেক জেলায় ( জেলা সদর) একযোগে স্মার্টকার্ড বিরতণ কার্যক্রম শুরু হবে। জানুয়ারির মধ্যে দুই হাজার ফিঙ্গার প্রিন্ট ও দুই হাজার চোখের আইরিশের প্রতিচ্ছবি নেয়ার মেশিন কেনার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। সেগুলো পেলে ফেব্রæয়ারি থেকে নির্বাচন কমিশন সারাদেশে স্মার্টকার্ড বিতরণ কার্যক্রম শুরু করবে। ডিসেম্বরে যেসব জেলায় স্মার্টকার্ড বিতরণ করা হবে সেগুলো হচ্ছে, ঢাকা সার্কেল ইউনিয়ন, নারায়ণগঞ্জের বন্দর, রাজশাহীর পবা, চট্টগ্রামের আানোয়ারা, পঞ্চগড় সদর, বগুড়া সদর, জয়পুরহাট সদর, গাইবান্ধা সদর, কুড়িগ্রাম সদর, লালমনিরহাট সদর, নিলফামারী সদর, দিনাজপুর সদর, ঠাকুরগাঁও সদর, গোপালগঞ্জ টুঙ্গিপাড়া, বান্দরবান সদর, খাগড়াছড়ি সদর, রাঙামাটি সদর, পিরোজপুর সদর, শরীয়তপুর সদর, ঝালকাঠি সদর, সুনামগঞ্জ সদর, মেহেরপুর সদর, বরগুনা সদর, বাগেরহাট সদর, নড়াইল সদর, হবিগঞ্জ সদর, কক্সবাজার সদর, নেত্রকোনা সদর, নোয়াখালী সদর, পটুয়াখালী সদর ও পাবনার সদর উপজেলা। বর্তমানে ঢাকা, রাজশাহী, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, সিলেট, কুমিল্লা সিটি করপোরেশনে বিতরণ কার্যক্রম চলছে। এছাড়া ২২ নভেম্বর ঢাকার সাভার, ২৬ নভেম্বর নারায়ণগঞ্জ সিটি এবং ২৮ নভেম্বর গাজীপুর সিটি করপোরেশনে স্মার্টকার্ড বিতরণ কার্যক্রম শুরু করা হবে।
###

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ