বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
রূপালী ব্যাংক লিমিটেডের ১০ টি বিভাগীয় কার্যালয়ের সাথে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মাসিক কর্মপরিকল্পনা ও পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার প্রধান কার্যালয়ের বোর্ড রুমে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর এন্ড সিইও মো. আতাউর রহমান প্রধান। আতাউর রহমান প্রধান বলেন, ভার্চুয়াল মিটিং রূপালী ব্যাংকের জন্য এক বড় অর্জন। আজ ব্যাংকটি এক নতুন দিগন্তের সূচনা করেছে। প্রধান কার্যালয়ে বসে এক সাথে সারা দেশে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মাসিক কর্মপরিকল্পনা সভা করছে ব্যাংক যা নিশ্চিতভাবে ব্যাংকের জন্য এক বড় অগ্রগতি। এতে করে ব্যাংকের কাজে গতি আসবে, বাচবে সময়, কমবে খরচ। এখন থেকে প্রধান কার্যালয় থেকে ব্যাংক কর্তৃপক্ষ যে কোন সময় যে কোন বিভাগে ভার্চূয়াল মিটিং করতে পারবে। পরে তিনি ভিডিও কনফারেন্স এর মাধ্যমে ব্যাংকের ১০ টি বিভাগীয় কার্যালয় সিলেট, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, রংপুর, কুমিল্লা, ঢাকা উত্তর ও দক্ষিণ বিভাগের সাথে কথা বলেন। এ সময় তিনি বিভিন্ন বিভাগীয় কার্যালয়ের মহাব্যবস্থাপকদের অবলোপনকৃত ঋণ আদায় ও নতুন করে ঋণ বিতরনের নির্দেশনা প্রদান করেন। এছাড়াও তিনি শ্রেণিকৃত ঋণ কমিয়ে আনা এবং এসএমই ঋণ বিতরণের মাধ্যমে কাঙ্খিত প্রবৃদ্ধি নিশ্চিতকরণের বিষয়ে সবাইকে আরো সচেষ্ট হওয়ার আহবান জানান। অনুষ্ঠানে ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক হাসনে আলম, মো. মোরশেদ আলম খন্দকার, মহাব্যবস্থাপক মো. কাইসুল হক, মো. মাঈন উদ্দিন, বিষ্ণু চন্দ্র সাহা, ওয়াকার আহমেদ খান, জাকিয়া সুলতানাসহ প্রধান কার্যালয়ের সকল মহাব্যবস্থাপক, সিএফও, রূপালী ইনভেস্টমেন্ট ও রূপালী ব্যাংক সিকিউরিটিজ এর সিইও, উপ-মহাব্যবস্থাপক, কোম্পানী সচিব, আইটি ও মার্কেটিং সংশ্লিষ্ট কর্মকর্তা এবং ১০ টি বিভাগীয় কার্যালয়ের মহাব্যবস্থাপকরা তাদের নিজ নিজ বিভাগীয় কার্যালয়ে উপস্থিত ছিলেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।