Inqilab Logo

মঙ্গলবার, ০৯ জুলাই ২০২৪, ২৫ আষাঢ় ১৪৩১, ০২ মুহাররম ১৪৪৬ হিজরী

দশ বছর পর মান্নার প্রযোজনা সংস্থা থেকে সিনেমা নির্মিত হচ্ছে

বিনোদন ডেস্ক : | প্রকাশের সময় : ২২ নভেম্বর, ২০১৭, ১২:০০ এএম

মান্নার মৃত্যুর পর তার প্রতিষ্ঠিত প্রযোজনা প্রতিষ্ঠান কৃতাঞ্জলী থেকে কোনো সিনেমা নির্মিত হয়নি। মান্নার স্ত্রী শেলী মান্না পরিবার ও পেশাগত কারণে ব্যস্ত থাকায় এদিকে মনোযোগ দিতে পারেননি। তবে এবার তিনি কৃতাঞ্জলীর হাল ধরছেন। প্রযোজনা সংস্থাটিকে সচল করার ঘোষণা দিয়েছেন। এ সংস্থা থেকে নিয়মিত সিনেমা প্রযোজনা করা হবে। এর প্রাথমিক প্রস্তুতি নিয়েছেন শেলী মান্না। গত রোববার সন্ধ্যায় রাজধানীর কাকরাইলের মান্নার প্রযোজনা প্রতিষ্ঠান কৃতাঞ্জলি কথাচিত্রের অফিসে বসে শেলী মান্না বলেন, আগামী জানুয়ারি মাসেই কৃতাঞ্জলি কথাচিত্র থেকে সিনেমা নির্মাণ করা হবে। মান্না মারা যাওয়ার প্রায় ১০ বছর পর এ প্রতিষ্ঠান থেকে সিনেমা নির্মাণের উদ্যোগ নিচ্ছি। তিনি বলেন, আমার ছেলে এতদিন নাবালক ছিল, সেজন্য তার দেখভাল করতে হয়েছে। এখন ও দেশের বাইরে লেখাপড়া করছে। আমি মনে করি, এখন মান্নার পরিবর্তে এ প্রযোজনা থেকে সিনেমা নির্মাণ করার জন্য আমাকে হাল ধরতে হবে। অন্য কেউ থাকলে আমি প্রযোজনায় আসতাম না। উল্লেখ্য, মান্না মারা যান ২০০৮ সালের ১৭ ফেব্রুয়ারি। এর আগে তার প্রযোজনা প্রতিষ্ঠান থেকে লুটতরাজ, আব্বাজান, লালবাদশা, আমি জেল থেকে বলছি, পিতা মাতার আমানত, মনের সাথে যুদ্ধ, স্বামী স্ত্রীর যুদ্ধ, মেশিনম্যানের মতো ব্যবসাসফল সিনেমা নির্মিত হয়েছে। এদিকে প্রযোজনা প্রতিষ্ঠানটি মূলত সচল হচ্ছে মালেক আফসারী পরিচালিত অন্তর জ্বালা সিনেমা মুক্তির মাধ্যমে। সিনেমাটি আগামী ১৫ ডিসেম্বর মুক্তি পাবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ