Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিয়ে করছেন অভিনেতা তৌসিফ মাহবুব

বিনোদন ডেস্ক : | প্রকাশের সময় : ২২ নভেম্বর, ২০১৭, ১২:০০ এএম

অভিনেতা তৌসিফ মাহবুব বিয়ে করতে যাচ্ছেন। আগামী বছরের ৯ ফেব্রুয়ারি তার বিয়ের তারিখ চ‚ড়ান্ত হয়েছে। পাত্রী তৌসিফের দীর্ঘদিনের প্রেমিকা জান্নাতুল ফেরদৌস সুষমা। সুষমা ঢাকার মিরপুরের মেয়ে। তিনি লেখাপড়া করছেন বাংলাদেশ ইউনিভার্সিটি অফ বিজনেস অ্যান্ড টেকনোলজি (বিইউবিটি)-তে বিবিএ সপ্তম সেমিস্টারে। পারিবারিকভাবেই তৌসিফ-সুষমার বিয়ে হচ্ছে। এই বিয়েতে দুই পরিবারের পূর্ণ সমর্থন রয়েছে। তৌসিফের সঙ্গে সুষমার পরিচয় তিন বছরের বেশি সময় ধরে। বর্তমানে নাটকের অভিনয়ে ব্যস্ত তৌসিফ মাহবুব। ব্যাচেলর পয়েন্ট এবং বেসিক আলী নামে দুটি ধারাবাহিকেও অভিনয় করছেন। ব্যাচেলর পয়েন্ট প্রচারে হবে চ্যানেল নাইনে এবং আগামী শুক্রবার থেকে চ্যানেল আইতে সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে প্রচার হবে বেসিক আলী। এছাড়া তৌসিফ বিজ্ঞাপন, নাটক, স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে দর্শক গ্রহণযোগ্যতা পেয়েছেন তৌসিফ মাহবুব।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ