Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

এবার কলকাতার সিনেমায় জাহিদ হাসান

বিনোদন ডেস্ক : | প্রকাশের সময় : ২২ নভেম্বর, ২০১৭, ১২:০০ এএম | আপডেট : ৯:৪৬ পিএম, ২১ নভেম্বর, ২০১৭

এবার কলকাতার সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন জাহিদ হাসান। সিনেমার নাম সিতারা। পরিচালনা করবেন আশীষ রায়। পশ্চিমবঙ্গের অন্যতম জনপ্রিয় সাহিত্যিক আবুল বাশারের ভোরের প্রসূতি উপন্যাস অবলম্বনে এর চিত্রনাট্য তৈরি হয়েছে। বাংলা ও তেলেগু ভাষায় সিনেমাটি নির্মিত হবে। জাহিদ হাসান বলেন, দুই মাস ধরে কলকাতা থেকে আমার সঙ্গে যোগাযোগ করা হচ্ছিল। শুরুর দিকে তারা আমাকে ফোন করে, এরপর এসএমএস পাঠায়। একসময় আমরা কথা বলি। উপন্যাসটা পড়ে আমার খুব ভালো লেগে যায়। তারা আমাকে স্ক্রিপ্ট পাঠায়। তিনি জানান, সবকিছু চ‚ড়ান্ত করেছি; চুক্তিও হয়ে গেছে। দিনাজপুরের সীমান্তবর্তী এলাকার ভারত অংশে সিনেমাটির শূটিং হবে। আগামী জানুয়ারিতে শূটিং শুরু হবে। উল্লেখ্য, জাহিদ হাসান সর্বশেষ অভিনয় করেন তৌকীর আহমেদ পরিচালিত হালদা সিনেমায়। সিনেমাটি আগামী ১ ডিসেম্বর মুক্তি পাবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ