Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পাকুন্দিয়ায় দুদকের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

| প্রকাশের সময় : ২২ নভেম্বর, ২০১৭, ১২:০০ এএম

পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) উপজেলা সংবাদদাতা : কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় দুর্নীতি দমন কমিশনের ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার দুপুরে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পাকুন্দিয়া হাইস্কুল মাঠ হতে একটি বর্ণাঢ্য র‌্যালি পৌরসদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এক আলোচনা সভায় মিলিত হয়। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি প্রবীন সাংবাদিক এমএ রশীদ ভূঁইয়ার সভাপতিত্বে বক্তব্য দেন, পাকুন্দিয়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. কফিল উদ্দিন, মান্নান মানিক স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. শরীফ হোসেন, পাকুন্দিয়া হাইস্কুলের সভাপতি মো. শাহজাহান, হাজী জাফর আলী কলেজের প্রভাষক ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক তরীকুল হাসান শাহীন, জহুরা আলতাফ বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক সুমন মিয়া, সাংবাদিক রাজন সরকার ও দিলিপ রবিদাস।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ