Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নূর চৌধুরীকে ফেরাতে রাতারাতি অগ্রগতি হবে না -আইনমন্ত্রী

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২১ নভেম্বর, ২০১৭, ১২:০০ এএম

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যা মামলার দন্ডপ্রাপ্ত খুনি কানাডায় পালিয়ে থাকা নূর চৌধুরীকে ফিরিয়ে আনার বিষয়ে রাতারাতি অগ্রগতি হবে না জানিয়ে আইনমন্ত্রী বলেছেন, আলাপ-আলোচনার মাধ্যমে এ সমস্যার সমাধান করা হবে। গতকাল সোমবার সচিবালয়ে বাংলাদেশে নিযুক্ত কানাডার হাইকমিশনার বেনোইট প্রিফন্টেইনের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের এসব কথা জানান আইনমন্ত্রী। নূর চৌধুরীকে ফিরিয়ে আনার বিষয়ে আলোচনা হয়েছি কি-না জানতে চাইলে তিনি বলেন, আমার সঙ্গে নিশ্চয়ই এ ব্যাপার নিয়ে আলাপ-আলোচনা হয়েছে। এ বিষয়ে ওনাদের (কানাডা) পক্ষ থেকে কিছু সমস্যা তো আছেই, সমস্যা তিনি তুলে ধরেছেন। আমরা তাও বলেছি, এটা নিয়ে আলাপ করতে হবে। আমি বলেছি, সর্বোচ্চ আদালতের রায় কার্যকর করার একটা দায়িত্ব রয়েছে। সেই দায়িত্ব থেকে এ সমস্যা দূরীকরণে কথা বলে যেতে হবে। তিনি আরও বলেন, আমি উনাকে এটাও বলেছি, যতক্ষণ পর্যন্ত এ সমস্যা সমাধান না হবে ততক্ষণ পর্যন্ত আমি ওনার সঙ্গে দেখা হলেই এ সমস্যার কথা বলব। এর মানে নূর চৌধুরীকে ফিরিয়ে আনার বিষয়ে কোনো অগ্রগতি নেই! একথা বললে আনিসুল হক বলেন, এমন সমস্যা কানাডার পক্ষ থেকে আছে যে রাতারাতি অগ্রগতি হবে বলে আপনারা যদি মনে করেন, সেটা হবে না। আমরা আলাপ-আলোচনার মাধ্যমে এ সমস্যার সমাধান বের করব বলেই আশা রাখি। আইনমন্ত্রী বলেন, সেজন্য আমি বলব নিরাশ হওয়ার কিছু নেই। এখনও সম্ভাবনা আছে তাকে (নূর চৌধুরী) ফিরিয়ে আনার।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আইনমন্ত্রী


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ