Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শ্রমিক নেতাকে মারধরের প্রতিবাদ

| প্রকাশের সময় : ২১ নভেম্বর, ২০১৭, ১২:০০ এএম

চট্টগ্রাম বন্দর এলাকায় অবরোধ তীব্র যানজট
চট্টগ্রাম ব্যুরো : নগরীতে এক পরিবহন শ্রমিক নেতাকে মারধরের প্রতিবাদে গতকাল (সোমবার) বন্দর এলাকায় সড়ক অবরোধ করে এক ঘণ্টা বিক্ষোভ করেছে ট্রাক ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের কর্মীরা। বন্দর এলাকার কাস্টমস মোড়, নিমতলা মোড় ও বারিক বিল্ডিং মোড়ে তারা এলোপাতাড়ি গাড়ি রেখে অবরোধ সৃষ্টি করলে নগরীর ব্যস্ত ওই এলাকায় দুপুর ১২টা থেকে সোয়া ১টা পর্যন্ত যান চলাচল বন্ধ থাকে। ফলে যানজটে ভোগান্তিতে পড়তে হয় সাধারণ মানুষকে। সবচেয়ে বেশি দুর্ভোগের মুখে পড়ে পিইসি পরীক্ষার্থী ও তাদের অভিভাবকেরা। বিকেল পর্যন্ত এর জের ধরে ওইসব এলাকায় তীব্র যানজট অব্যাহত ছিল। বন্দর থানার ওসি মইনুল ইসলাম বলেন, নগরীর অক্সিজেন এলাকায় রোববার রাতে এক শ্রমিক নেতাকে মারধর করা হয়েছে- এমন অভিযোগ এনে শ্রমিকরা সড়ক অবরোধ করে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ