Inqilab Logo

রোববার ১৭ নভেম্বর ২০২৪, ০২ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জিলবাংলা চিনিকলে আখচাষি সমাবেশ

| প্রকাশের সময় : ২১ নভেম্বর, ২০১৭, ১২:০০ এএম

শিল্প সচিব মোহাম্মদ আবদুল্লাহ বলেছেন, রাষ্ট্রায়ত্ব চিনি শিল্পকে টিকিয়ে রাখতে হলে আখ চাষ বাড়াতে হবে। তিনি রোববার জিলবাংলা চিনি কলে আখচাষি সমাবেশে প্রধান অতিথি’র বক্তব্যে একথা বলেন। এ সময় বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের চেয়ারম্যান একেএম দেলোয়ার হোসেন, সচিব এ এস এম আরশাদ হোসেন, জিলবাংলা চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক আল আমিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। সমাবেশে কয়েকজন আখ চাষিও বক্তব্য রাখেন। শিল্প সচিব আরো বলেন, চিনি শিল্পের কাঁচামাল আখের ফলন বাড়ালে এই শিল্পের উন্নয়ন হবে। সবার মনে রাখতে হবে যে, এই শিল্পের সাথে জড়িত হাজার হাজার শ্রমিক-কর্মচারি ও কর্মকর্তা। এছাড়া প্রায় ৫০ লাখ চাষি পরিবার জড়িত। তিনি বলেন, বর্তমান সরকার শিল্প বান্ধব সরকার। এ সরকার শিল্প বিকাশে যা যা করার সবই করছে। চিনি শিল্পের উন্নয়নে ইতোমধ্যে অনেক উন্নয়নমূলক পদক্ষেপ গ্রহণ করেছে। নেয়া হয়েছে বেশ কিছু গুরুত্বপুর্ণ প্রকল্প। এসব প্রকল্প বাস্তবায়ন হলে এ শিল্পের আরো উন্নয়ন হবে। চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের চেয়ারম্যান এ কে এম দেলোয়ার হোসেন বলেন, বর্তমান সরকার চিনি শিল্প উন্নয়নে অনেক উন্নয়নমূলক পদক্ষেপ গ্রহণ করেছেন। সরকারের পাশাপাশি চাষিদেরও এগিয়ে আসতে হবে। আখ চাষ বাড়াতে হবে। সরকার চাষিদের সুযোগ-সুবিধার কথাও বিবেচনা করছে। তিনি আরো বলেন, সনাতন পুর্জি প্রথার পরিবর্তে একটি মোবাইল এসএম এস’র মাধ্যমে সকল আখচাষির কাছে মিলে আখ সরবরাহের আগাম বার্তা পৌছে দেয়া(ই-পুর্জি)। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ২০১০ সালের ১২ ডিসেম্বর একযোগে সকল চিনি কলে ই-পুর্জি কার্যক্রম উদ্ধোধন করেন। এরফলে লাখ লাখ চাষির দোরগোড়ায় পৌছে দেয়া হচ্ছে ডিজিটাল সেবা। নিশ্চিত করা হয়েছে স্বচ্ছতা ও জবাবদিহিতা। এছাড়াও ডিজিটাল উদ্ভাবনী মেলা-২০১০-এ ই-সেবা ক্যাটাগরিতে জাতীয় পুরষ্কারসহ বিভিন্ন পুরষ্কার লাভ করে। ই-পুর্জি ব্যবস্থাপনায় সফলতার পর সেবার পরিধি আরো বিস্তৃত করতে চালু করা হয়েছে ই-গেজেট। এর মাধ্যমে চাষিরা ই্উনিয়ন তথ্য সেবা কেন্দ্রে গিয়ে অনলাইনে পুরো মৌসুমের কেন্দ্র ও ইউনিট ভিত্তিক আখ ক্রয়ের আগাম কর্মসূচি দেখতে পারেন। এর আগে চলতি বছরের আখ রোপন উদ্বোধন করা হয়। -বিজ্ঞপ্তি



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ