বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
নাটোর জেলা সংবাদদাতা : তথ্য প্রযুক্তি ব্যবহার করে একাডেমিক কার্যক্রমে গতিশীলতা আনয়নের অংশ হিসেবে নাটোরের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান এন এস সরকারী কলেজে মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে গবেষণা প্রতিবেদন উপস্থাপন করেছে ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থীরা। রোববার সকালে ২০১২-২০১৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের চারটি গ্রুপ তাদের টার্ম পেপার ও গবেষণা প্রতিবেদন উপস্থাপন করে। ব্যবস্থাপনা বিভাগের প্রধান মাহবুব হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কলেজের অধ্যক্ষ প্রফেসর সামসুজ্জামান। এ সময় আরো উপস্থিত ছিলেন কলেজের শিক্ষক পরিষদ সম্পাদক ফরহাদ হোসেন, সহকারী অধ্যাপক ড. ওয়াহিদুজ্জামান, কলেজ ছাত্রলীগ সভাপতি এস এম শাহাদাত রাজীবসহ ব্যবস্থাপনা বিভাগের শিক্ষকবৃন্দ। এ সময় নির্বাচনী পরীক্ষায় ভালো ফলাফলের জন্য ৬ জন ও ক্লাসে সর্বোচ্চ উপস্থিতির জন্য ৫ জন শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়। এছাড়া উপস্থিত শিক্ষার্থীদের মগ ও টিশার্ট উপহার দেয়া হয়। বিভাগীয় প্রধান মাহবুব হাসান বলেন, বিগত কয়েক বছর ধরে বিভিন্ন উদ্দীপনা ও প্ররোচনামূলক অনুষ্ঠানের মাধ্যমে ব্যবস্থাপনা বিভাগ শিক্ষার্থীদের উপস্থিত বুদ্ধিসহ একাডেমিক কার্যক্রমে প্রযুক্তি ব্যবহার নিশ্চিত করা হয়েছে। ভবিষ্যতে বিভাগটি কলেজের মধ্যে ডিজিটাল বিভাগ হিসেবে তৈরী করার আশা প্রকাশ করেন তিনি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।