Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মহিলা সমিতি মঞ্চে নাট্যদলের নাটক ইতিবৃত্ত

বিনোদন ডেস্ক : | প্রকাশের সময় : ২১ নভেম্বর, ২০১৭, ১২:০০ এএম

তারুন্যদীপ্ত নাট্যসংগঠন নাট্যদল টি.এস.সি, ঢাকা বিশ্ববিদ্যায়ের চতুর্থ প্রযোজনা জহির রায়হানের আরেক ফাল্গুন উপন্যাসের ছায়া অবলম্বনে মঞ্চ নাটক ইতিবৃত্তর দ্বিতীয় প্রদর্শনী আজ সন্ধ্যা ৬:৩০ মিনিটে বেইলি রোডের মহিলা সমিতি মিলনায়তন মঞ্চে অনুষ্ঠিত হবে। নাটকটির পরিকল্পনা ও নির্দেশনা দিয়েছেন হামিদুর রহামন পাপ্পু। প্রযোজনা অধিকর্তা ও সার্বিক তত্ত¡াবধানে রয়েছেন নাট্যদল-এর সাগর সরদার। ৫২ মহান ভাষা আন্দোলন, ভাষা আন্দোলন পরবর্তী ৫৫-এর আন্দোলন ও সেই সময়ের পারিপার্শ্বিক অবস্থার চিত্র এই নাটকে তুলে ধারার চেষ্টা করা হয়েছে। বাংলা ভাষা বাঙ্গালী জাতির প্রাণের মূল স্পন্দন। এই ভাষার জন্যই ৫২ সালে বাঙ্গালী দামাল ছেলেরা ১৪৪ ধারা ভেঙ্গে রাস্তায় নেমে এসেছিল রাষ্ট্র ভাষা বাংলা চাই এর আন্দোলনে। পুলিশের অতর্কিত গুলিতে নিহত হয়েছিলেন সালাম, বরকত, রফিক, জব্বারসহ নাম না জানা অনেকেই। এই দিনটির প্রতি সম্মান জানিয়ে ১৯৯৯ সালে ১৭ নভেম্বর জাতিসংঘ ইউনেস্কোর প্যারিস অধিবেশনে এই দিনটিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করা হয়। কিন্তু কিছু কিছু জায়গায় কষ্টে অর্জিত এই ভাষার প্রতি আমাদের অবহেলা, অনীহা এবং ভাষার বিকৃতভাবে বিভিন্ন জায়গায় উপস্থাপন, আমাদের কষ্ট দেয়। এই নাটকের মাধ্যমে আমরা বলতে চাই রাষ্ট্রের সর্বস্তরে বাঙলা ভাষার পরিলীলিত ব্যবহার নিশ্চিত হোক এবং সেই সাথে ৫২’র মহান ভাষা আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদেরসহ সকলের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। নাটকে অভিনয় করেছেন- কর্ণেল হাসান, মানিক শুভ্র, মাসুম বিল্লাহ, সুনামিক, কামরুল ইসলাম, উপমা মজুমদার, আনোয়ার হোসেন, আল আমিন, খালিদ আল হাসিব, নূপুর নাহার এবং সাগর সরদার। নাটকটির আলোক পরিকল্পনা করেছেন সঞ্জিব কুমার দে। আলোক নিয়ন্ত্রণে জয়নাল আবেদীন পবন। সংগীত পরিকল্পনায় মোঃ আলমগীর, সংগীত সঞ্চালক শফিকুল ইসলাম। নেপথ্যে বর্ণনা তাসমী চৌধুরী, জেনিতা রহমান হিয়া।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ