Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সিনেমায় আন্তর্জাতিক প্রযোজনা নিয়ে বিড়ালপাখির আড্ডা

বিনোদন ডেস্ক : | প্রকাশের সময় : ২১ নভেম্বর, ২০১৭, ১২:০০ এএম

বিনোদন রিপোর্ট: তরুণ চলচ্চিত্র নির্মাতাদের আগ্রহ এখন আন্তর্জাতিক যৌথ প্রযোজনা নিয়ে। বিড়ালপাখি সিনে ক্লাবের এক উন্মুক্ত বৈঠকে এ বিষয়ে নিজেদের অভিজ্ঞতা তুলে ধরেন দুই দেশের দুই প্রযোজক ফ্রান্সের ডমিনিক ওয়েলিনস্কি এবং বাংলাদেশ থেকে ‘শুনতে কি পাও!’ সিনেমার প্রযোজক সারা আফরীন। ক্লাবটির নিয়মিত নেটওয়ার্কিং অনুষ্ঠান ‘বিড়ালপাখির মজমা’র ১৬তম আসরে হাজির হন দেশের তররুণ নির্মাতারা। গত শনিবার অনুষ্ঠানটি হয় ঢাকায় জাতীয় জাদুঘরের সিনেপ্লেক্সে। বাংলাদেশের নির্মাতা তারেক মাসুদের সিনেমা মাটির ময়না’য় অন্যতম প্রযোজক ছিলেন ডমিনিক। তিনি বলেন, চিত্রনাট্য তো জরুরি বটেই। পাশাপাশি একজন তরুণ নির্মাতা গল্পটি কেন চলচ্চিত্রিক মাধ্যমেই দেখাতে চান, সে বিষয়েও পরিষ্কার থাকা উচিত। অর্থবহ গল্প এবং নতুন নির্মাতার কাজের প্রতি তার আগ্রহ। বর্তমানে তিনি কামার আহমাদ সাইমনের শিকলবাহায় সহ-প্রযোজনা করছেন। সারা আফরীন বলেন, প্রযোজক হিসেবে মাঠে নামার আগে সিনেমা ও তার আন্তর্জাতিক বাজার নিয়ে যথাযথ প্রস্তুতি প্রয়োজন। বিশ্বের প্রধান প্রামাণ্য চলচ্চিত্র উৎসব ইডফা ও অন্যতম প্রাচীন প্রামাণ্য উৎসব ডক-লাইপজিগে ‘শুনতে কি পাও!’ প্রদর্শনীর সূত্র ধরে সারা তার প্রযোজনা ও পরিবেশনার উপলব্ধি তুলে ধরেন নবীন নির্মাতাদের সামনে। ডমিনিক এক প্রশ্নের জবাবে বলেন, প্রযোজক বা অর্থলগ্নিকারীদের তুষ্ট করতে পরিচালকদের কখনই নিজের ভাবনার ও মতাদর্শের সঙ্গে আপোষ করা যাবে না। কান চলচ্চিত্র উৎসবে সম্ভাবনাময়ী নির্মাতাদের জন্য তার ‘ফ্যাক্টরি’ প্রকল্পের গল্পও শোনান তিনি। তিনি প্রত্যাশা করেন, বাংলাদেশ থেকে শুধু গুটিকয় নির্মাতা নন, শখানেক নবীন নির্মাতাদের আনাগোনা থাকুক বিশ্বের উল্লেখযোগ্য উৎসবে। ওপেন বৈঠক শেষে ডমিনিকের যৌথ প্রযোজনায় তিনটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের প্রদর্শনী হয়। লেবানন ও ফ্রান্সের হোয়াইট নয়েজ, ফিনল্যান্ড ও জাম্বিয়ার লিসেন, তাইওয়ান ও ইরানের মিস্টার চ্যাঙস নিউ অ্যাড্রেস। কান চলচ্চিত্র উৎসবের ডিরেক্টরস ফোর্টনাইট বিভাগে সিনেমাগুলোর উদ্বোধনী প্রদর্শনী হয়। প্রদর্শনী শেষে আগত তরুণ নির্মাতাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন প্রযোজকদ্বয়। আসরটি সঞ্চালনা করেন বিড়ালপাখি সিনে ক্লাবের প্রতিষ্ঠাতা-সভাপতি ইশতিয়াক জিকো। উল্লেখ্য, উদীয়মান সিনে নির্মাণশ্রমিকদের কমিউনিটি হিসেবে পরিচিত সিনে ক্লাবটির মাসিক কার্যক্রমের অংশ হিসেবে অনুষ্ঠিত হয় এই মজমা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ