Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চার বছরের শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে মামলা

| প্রকাশের সময় : ২১ নভেম্বর, ২০১৭, ১২:০০ এএম

দুপচাঁচিয়া (বগুড়া) উপজেলা সংবাদদাতা : দুপচাঁচিয়া উপজেলার তালোড়া তালুকদারপাড়ায় গত রোববার ৪ বছরের শিশু সাদিয়া (৪)কে চকলেটের প্রলোভন দিয়ে নিজ বাড়ীতে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টার ঘটনা ঘটেছে। এ সংক্রান্তে ওই দিন রাতে থানায় মামলা হয়েছে। জানা গেছে, উপজেলার তালোড়া তালুকদার পাড়ার মৃত হাসেন আলীর ছেলে মাইক্রোবাস চালক জাহাঙ্গীর আলম (৪৫) এর স্ত্রী প্রায় ৩ মাস পূর্বে মারা যায়। স্ত্রীর মৃত্যুর পর সে নিজ বাড়ীতে বসবাস করে। ঘটনার দিন গত রোববার সকালে প্রতিবেশী নিকটতম আত্মীয় আইউব আলী চকলেটের প্রলোভন দেখিয়ে শিশু সাদিয়াকে নিজ বাড়িতে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা করে। এক পর্যায় শিশুটি কেঁদে উঠলে জাহাঙ্গীর আলম শিশুটিকে ঘর থেকে বের করে দেয়। বাসায় গিয়ে বিষয়টি অগোছালো ভাবে তার মাকে জানায়। ঘটনাটি তার বাবা আইউব আলীকে জানালে সে জাহাঙ্গীর আলমের বাড়িতে যাওয়ার পূর্বেই সে কৌশলে পালিয়ে যায়। রাতে শিশুটিকে দুপচাঁচিয়া হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়। এ সংক্রান্তে তার বাবা আইউব আলী নিজেই বাদী হয়ে জাহাঙ্গীর আলমকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে ধর্ষণ চেষ্টার অপরাধে মামলা করেন। থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুর রাজ্জাক মামলা গ্রহনের বিষয়টি নিশ্চিত করে জানান, আসামিকে গ্রেফতারের তৎপরতা অব্যাহত রয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ