রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
ছাগলনাইয়ায় ভ্রাম্যমাণ চিকিৎসা ক্যাম্পেইন
ছাগলনাইয়া (ফেনী) উপজেলা সংবাদদাতা : গতকাল সোমবার সকালে ছাগলনাইয়ায় পঞ্চম ভ্রাম্যমান চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। সমাজ কল্যান মন্ত্রণালয়ের ফেনীর জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের ফেনীর প্রতিবন্ধি সেবা ও সাহায্য কেন্দ্র পরিচালনায় ছাগলনাইয়ার গোল্ডেন স্পুন চাইনিজ রেস্টুরেন্টে এ চিকিৎসা সেবা ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। ফেনী জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক নিজাম উদ্দিন মজুমদারের সভাপতিত্বে এসময় প্রধান অতিথি থেকে চিকিৎসাসেবা ক্যাম্পেইন উদ্বোধন করেন ফেনী জেলা প্রতিবন্ধি বিষয়ক কর্মকর্তা আবুল হোসেন মো. উল্যাহ। এ সময় বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সদস্য ও কাউন্সিলর হাবিবুর রহমান মজুমদার, ছাগলনাইয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এ বি এম নিজাম উদ্দিন ও উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক মির্জা মীর কাসেম প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সমাজ সেবক আবুল হোসেন মজুমদার। ফেনী জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা আবুল হোসেন মো. উল্যাহ জানান, ছাগলনাইয়া উপজেলার প্রায় শতাধিক প্রতিবন্ধিকে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চিকিৎসা সেবা প্রদান ও একজন প্রতিবন্ধীকে হুইল চেয়ার প্রদান করা হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।