রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
চট্টগ্রাম ব্যুরো : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি আব্দুল কাইয়ুম ছাত্রলীগের একাংশের নেতাকর্মীর হামলায় আহত হয়েছে। তাকে বিশ্ববিদ্যালয়ের মেডিকেলে চিকিৎসা দেয়া হয়। রোববার দুপুরে বিশ্ববিদ্যালয়ের কলা ফ্যাকাল্টির ঝুপড়িতে এ ঘটনা ঘটে। আহত ছাত্রদল নেতা কাইয়ুম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষার্থী ছিলেন। প্রত্যক্ষদর্শীরা জানান, ক্যাম্পাসে কথা কাটাকাটির এক পর্যায়ে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সিএফসি গ্রুপের কর্মী শরিফুল ইসলাম, এস এম মাসুম খান, ফজলুর হকসহ আরও কয়েকজন মিলে কাইয়ুমকে লাঠি দিয়ে আঘাত করে আহত করে। এ অংশটি নগর আওয়ামী লীগের সভাপতি মহিউদ্দিন চৌধুরীর অনুসারী। ছাত্রলীগের স্থগিত কমিটির নেতা শরিফুল ইসলাম জানান, সামনে নির্বাচন। ক্যাম্পাসে তারা সক্রিয় হয়ে নাশকতা করার পাঁয়তারা করছিল। তাই আমরা তাদের একজনকে বাধা দিয়েছি। অপরদিকে বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাধারণ সম্পাদক মোঃ শহিদুল ইসলাম অভিযোগ করেন, আমাদের সিনিয়র সহ-সভাপতি কাইয়ুমকে ছাত্রলীগের কয়েকজন লাঠি দিয়ে আঘাত করে আহত করেছে। প্রশাসন দোষীদের বিচার না করে ক্যাম্পাসে আমরা ধর্মঘটের মত কর্মসূচি দিতে বাধ্য হব।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।