রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
মাগুরা জেলা সংবাদদাতা : চাল গম ব্যবসায়ীদের লাইসেন্স নেয়ার সরকারি আহবানে সাড়া নেই মাগুরার চাল গম ব্যবসায়ীদের এসেন্সিয়াল কমোডিটি কন্ট্রোল এ্যাক্ট ১৯৫৬ অনুযায়ী গত অক্টোবর মাস থেকে দেশে চাল গম ব্যবসায়ীদের লাইসেন্স গ্রহনের জন্য আহবান জানান হয়। কিন্তু ব্যবসায়ীদের মধ্যে কোন সাড়া পরিলক্ষিত হচ্ছেনা। জেলা খাদ্য নিয়ন্ত্রক অফিস সুত্রে জানা গেছে, খুচরা ব্যবসায়ীদের জন্য ১ হাজার, পাইকারি ব্যবসায়ীদের জন্য ৫ হাজার ও আমদানিকারকদের জন্য ১০ হাজার হারে ফি নির্ধারণ করা হয়। গত ৩১ অক্টোবরের মধ্যে লাইসেন্স গ্রহনের জন্য আহবান জানান হয়। কিন্তু এ পর্যন্ত মাগুরার মাত্র ৩৫ জন ব্যবসায়ী লাইসেন্স গ্রহন করেছেন। মাগুরা পুরাতন বাজাওে খুচরা চাল ব্যবসায়ী রয়েছেন প্রায় অর্ধশত। হাতে গোনা কয়েকজন ছাড়া কেউই লাইসেন্স গ্রহন করেনি। তাদেও কেউ কেউ জানান, শুনেছি লাইসেন্স করতে হবে। ১ হাজার টাকা ফি দেয়া তাদেও জন্য কষ্টকর। সরকারের উচিৎ এসব ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য আলাদা করে দেখা। পাইকারি ব্যবসায়ী তৈয়ব আলী বলেন, লাইসেন্স করার বিষয়ে শুনেছি। তবে কোন রকম নোটিশ তারা পাইনি বলে জানান। ভাল ভাবে না জেনে কিভাবে লাইসেন্স করবে এমন কথাও জানান কোন কোন ব্যবসায়ী।জেলা খাদ্য নিয়ন্ত্রক রেজাউল ইসলাম বলেন, এ ফি খাদ্য বিভাগ নির্ধারণ করেনি।এটা উচ্চ পর্যয়ের ভ্রাপার। তিনি বলেন, ১৯৫৬ সালের এ্যাক্ট অনুযায়ী লাইসেন্স করা বাধ্যতামূলক। এ বিষয়ে প্রচারের কোন কিছু নেই। এ ব্যাপারে দ্রুত কঠোর পদক্ষেপ রগ্রহন করা হবে বলে তিনি জানান।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।