Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইসলাম অবমাননায় কঠোর শাস্তি দাবি রাষ্ট্রীয়ভাবে সর্বোচ্চ মর্যাদায় ঈদে

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২০ নভেম্বর, ২০১৭, ১২:০০ এএম

মীলাদুন নবী পালন করতে হবে -ওলামা লীগের মানববন্ধন ও স্বারকলিপি পেশ
আওয়ামী ওলামা লীগ ও সমমনা ১৩ দলের নেতৃবৃন্দ আগামী ১২ রবিউল আউওয়াল পবিত্র ঈদে মীলাদুন নবী ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উপলক্ষে সর্বোচ্চ বাজেট বরাদ্দ দিয়ে রাষ্ট্রীয়ভাবে সর্বোচ্চ মর্যাদায় পালন করার দাবি করেছে। গতকাল সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধন কর্মসূচিতে নেতৃবৃন্দ সর্বোচ্চ মর্যাদায় সব মন্ত্রণালয়ের উদ্যোগে ঈদে মীলাদুন নবী ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পালনসহ উগ্র হিন্দু ও নাস্তিকদের ইসলাম ধর্মীয় কটাক্ষ বন্ধ ও সর্বোচ্চ শাস্তি প্রদান, ঈদে মীলাদুন নবী ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উপলক্ষে সকল কর্মচারীদেরকে বোনাস প্রদান, সকল পাঠ্যসূচিতে রাসূল ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ও সম্মানিত আহলে বাইতগণের জীবনি মুবারক সম্পৃক্ত করে তা পাঠ দান বাধ্যতামূলক করা, ইহুদী নাছারাদের ইসলাম, মুসলমান ও ইসলামী দেশবিরোধী সকল চক্রান্ত বন্ধসহ মানববন্ধন শেষে সর্বোচ্চ মর্যাদায় সব মন্ত্রণালয়ের উদ্যোগে রাষ্ট্রীয়ভাবে ঈদে মীলাদুন নবী ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পালনের জন্য জেলা প্রশাসকের মাধ্যমে ১২টি সুপারিশসহ একটি স্বারকলিপি প্রধানমন্ত্রীর নিকট প্রেরণ করা হয়। ঢাকা জেলা প্রশাসকের নিকট স্বারকলিপি হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন আন্তর্জাতিক সাইয়্যিদুল আ’ইয়াদ শরীফ উদযাপন কমিটির সভাপতি আল্লামা মুহম্মদ মাহবুব আলম, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্জ মাওলানা মুহম্মদ আখতার হুসাইন বুখারী, সভাপতি- বাংলাদেশ আওয়ামী ওলামা লীগ। আলহাজ্জ কাজী মাওলানা মুহম্মদ আবুল হাসান শেখ শরীয়তপুরী, সাধারণ সম্পাদক- বাংলাদেশ আওয়ামী ওলামা লীগ, আলহাজ্জ হাফেজ মাওলানা মুহম্মদ আব্দুস সাত্তার, সভাপতি- সম্মিলিত ইসলামী গবেষণা পরিষদ, মাওলানা মুহম্মদ শওকত আলী শেখ ছিলিমপুরী, দপ্তর সম্পাদক- বাংলাদেশ আওয়ামী ওলামা লীগ, মাওলানা মুহম্মদ শোয়েব আহমেদ প্রমুখ। স্বারকলিপি পেশপূর্ব মানববন্ধন কর্মসূচিতে উল্লিখিত নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। অনুষ্ঠান পরিচালনা করেন সম্মিলিত ইসলামী গবেষণা পরিষদ চেয়ারম্যান- আলহাজ্জ হাফেজ মাওলানা মুহম্মদ আব্দুস সাত্তার। মানববন্ধন শেষে স্বারকলিপি দেয়ার জন্য জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে একটি বিরাট মিছিল বের হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে স্বারকলিপি প্রদান করে।
মানববন্ধন কর্মসূচিতে নেতৃবৃন্দ পবিত্র ঈদে মীলাদুন নবী ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উপলক্ষে সকল প্রতিষ্ঠানে বিশেষ মীলাদ শরীফ মাহফিল ও তাবারুকের আয়োজন করা। গরীব, দুঃখীদের নতুন পোশাক, ওষুধ বিতরণ, নগদ অর্থ, চাল বরাদ্দ ও বিশেষ খাবার সরবরাহ করা। পতাকা উত্তেলনসহ সকল শিক্ষা প্রতিষ্ঠানে প্রতিযোগীতার আয়োজন করা। সাধারণ ক্ষমা ঘোষণা চালু করার দাবি করেন।
নেতৃবৃন্দ সব শ্রেণীর পাঠ্যপুস্তকে নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এবং হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালামগণের সুমহান জীবনী মুবারক বাধ্যতামূলক এবং উনাদের সম্পর্কে মানহানীকর লেখা-লিখনী নিষিদ্ধ করে তাদের মৃত্যুদÐ কার্যকর করতে হবে। এ মহান দিবস উপলক্ষে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীকে জনগণের সাথে শুভেচ্ছা বিনিময়ের উদ্যোগ নিতে হবে। এ মহান দিনের সম্মানে সকল প্রকার অশ্লিলতা, অশালিনতা ও টিভি সিরিয়াল বন্ধে পদক্ষেপ নিতে হবে। মানববন্ধনে সউদী আরবে পবিত্র ঈদে মীলাদুন নবী ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উপলক্ষে প্রথমবারের মতো রাষ্ট্রীয়ভাবে ছুটি ঘোষণা করায় সন্তোষ প্রকাশ করা হয়।
মানববন্ধনে রোহিঙ্গা শরনার্থীদের মধ্যে ত্রাণ বিতরণে ব্র্যাকসহ বিদেশি মদদপুষ্ট সব এনজিও কার্যক্রম বন্ধ ও রোহিঙ্গাদের নিরাপত্তা বৃদ্ধি এবং তাদের ধর্মান্তারিত করার চক্রান্ত নস্যাৎ করতে হবে। উগ্র হিন্দু ও নাস্তিকদের কর্তৃক উস্কানিমূলক পোষ্ট ও জামাত-শিবিরের তৈরী ফাঁদ নস্যাৎ করে সাধারণ মুসলমানদের হয়রানি ও গ্রেফতার বন্ধসহ কটাক্ষকারী ও চক্রান্তকারীদেরকে গ্রেফতার করে কঠিন আইনের আওতায় আনতে হবে। পাঠ্যপুস্তকে পুনরায় হিন্দুত্ববাদ প্রবেশ করানোর চক্রান্ত বন্ধ করতে হবে। শিক্ষানীতি সিলেবাস প্রণয়ন কমিটি থেকে ইসলামবিদ্বেষী নাস্তিকদের বহিস্কার করে হক্কানী আলেমদেরকে অন্তর্ভুক্ত করতে হবে। পবিত্র মক্কা শরীফ, মদীনা শরীফকে পৃথক করে ভ্যাটিক্যানের মতো ক্ষুদ্র রাষ্ট্র এবং সউদী আরবকে ৫ ভাগে ভাগ করার পরিকল্পনা এবং বেলেল্লাপনাপনি ‘নিয়ম শহর’ নির্মাণ প্রকল্প বাতিল করতে হবে। ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণ ইউনেস্কোর ওয়ার্ল্ডস ডকুমেন্টারি হেরিটেজ-এর অংশ হিসেবে স্বীকৃতির প্রেক্ষিতে বঙ্গবন্ধু পরিবার তথা মাননীয় প্রধানমন্ত্রীকে আন্তরিক মোবারকবাদ জানানো হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ