Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পদ্মাসেতুর রেল সংযোগ প্রকল্পে চীনের সঙ্গে চুক্তি ডিসেম্বরে : ইআরডি সচিব

| প্রকাশের সময় : ২০ নভেম্বর, ২০১৭, ১২:০০ এএম

অর্থনৈতিক রিপোর্টার: পদ্মাসেতুতে রেল সংযোগ স্থাপনে চীনের সঙ্গে ৩১৫ কোটি মার্কিন ডলারের ঋণ চুক্তি হচ্ছে ডিসেম্বরে। গতকাল রোববার রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব কাজী শফিকুল আযম সাংবাদিকদের এ কথা জানান। প্রকল্প অনুযায়ী, ঢাকার গেন্ডারিয়া থেকে শুরু হয়ে পদ্মাসেতু দিয়ে রেললাইনটি গিয়ে শেষ হবে যশোরে। ১৬৯ কিলোমিটার দীর্ঘ এ রেললাইন নির্মাণে মোট ব্যয় ধরা হয়েছে ৩৪ হাজার ৯৮৯ কোটি টাকা। এর মধ্যে চীন থেকে ঋণ পাওয়া যাবে ২৪ হাজার ৭৪৯ কোটি টাকা। আর বাকি ১০ হাজার ২০০ কোটি টাকা আসবে রাষ্ট্রীয় কোষাগার থেকে। পদ্মাসেতুতে রেল সংযোগ প্রকল্পের মূল অর্থায়নকারী চীনের এক্সিম ব্যাংক ঋণ চুক্তিতে আগ্রহ দেখাচ্ছে না বলে সংবাদমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছে। এটিকে ভিত্তিহীন সংবাদ উল্লেখ করে ইআরডি সচিব বলেন, রেলসংযোগ প্রকল্প নিয়ে অনেক সংবাদ প্রকাশিত হয়েছে। এগুলোর কোনো ভিত্তি নেই বলে আমি মনে করি। আপনাদের বলতে পারি আগামী ডিসেম্বর মাসেই পদ্মায় রেলসংযোগ প্রকল্পে চীনের সঙ্গে ঋণ চুক্তি হবে। এই চিন্তাকে সামনে রেখে বার্ষিক উন্নয়ন কর্মসূচির (বার্ষিক) সাড়ে চার হাজার কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ