Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বাংলাদেশের দুটি বিমানবন্দরে বিনিয়োগে আগ্রহী ভারত

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২০ নভেম্বর, ২০১৭, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : বাংলাদেশের খান জাহান আলী বিমানবন্দর ও সৈয়দপুর বিমানবন্দরে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে ভারত।
গতকাল রোববার সচিবালয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেননের সঙ্গে এক বৈঠক শেষে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা এ আগ্রহের কথা জানান।
রাশেদ খান মেনন বিভিন্ন সীমান্ত পয়েন্ট, বিশেষ করে পেট্রাপোল সীমান্তে সিঅ্যান্ডএফ এজেন্ট ও মাল্টিপল ভিসা হোল্ডারদের ক্ষেত্রে সৃষ্ট জটিলতা দ্রæত নিরসনের বিষয়টি তুলে ধরলে দ্রæততম সময়ের মধ্যে এর সুরাহা হবে বলে আশ্বাস দেন ভারতীয় হাইকমিশনার।
দুদেশের মধ্যে ক্রমেই আকাশপথে যোগাযোগ বৃদ্ধি পাওয়ায় বাংলাদেশ ও ভারতের মধ্যে ১৯৭৮ সালে স্বাক্ষরিত এয়ার সার্ভিস অ্যাগ্রিমেন্ট (এএসএ) রিভিউ প্রসঙ্গে ভারতীয় হাইকমিশনার মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলে তিনি এ ব্যাপারে পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন।
ভারতীয় হাইকমিশনার বলেন, দুটি বিমানবন্দরে বিনিয়োগ করতে চায় ভারত। এর মাধ্যমে আকাশ ও সমুদ্র পথে দুদেশের মধ্যে বিনিয়োগ, বাণিজ্য ও পর্যটনে নতুন মাত্রা যোগ হবে।
বৈঠকে তিনি ঢাকা-গৌহাটি-বাগডোগরা রুটে দ্রæত বিমান যোগাযোগ শুরুর ওপর গুরুত্ব আরোপ করেন।
বৈঠকে বলা হয়, ভারতের উত্তর-পূর্বাঞ্চলের সঙ্গে বিনিয়োগ ও বাণিজ্যে বাংলাদেশের রয়েছে বিপুল সম্ভাবনা। এ সম্ভাবনা কাজে লাগিয়ে দুদেশই লাভবান হতে পারে।
এ সময় ভারতীয় হাইকমিশনার মনিপুরের ইম্পলে অনুষ্ঠিতব্য নর্থ ইস্ট সামিটের বিষয়ে মন্ত্রীর সঙ্গে আলোচনা করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ