বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
আসন্ন রংপুর সিটি করপোরেশন নির্বাচন সরকার ও নির্বাচন কমিশনের জন্য ‘পরীক্ষা’ বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। তিনি বলেন, এই সিটি নির্বাচনকে বিএনপি গভীরভাবে পর্যবেক্ষণ করবে। এই নির্বাচনগুলো রাজনৈতিক দলের জন্য পরীক্ষা হবে না এবার। যেহেতু এসব নির্বাচন একাদশ জাতীয় নির্বাচনের আগে হবে। সেহেতু এসব নির্বাচন হবে সরকার এবং নির্বাচন কমিশনের পরীক্ষা। এই পরীক্ষা দেখার জন্য আমরা গভীরভাবে পর্যবেক্ষণ করব। গতকাল (রোববার) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বিএনপির উদ্যোগে মওলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৪১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
খন্দকার মোশাররফ বলেন, বিএনপি একাদশ জাতীয় নির্বাচন করবে এবং তা শেখ হাসিনার অধীনে নয়। আমাদের নেত্রী উপযুক্ত সময়ে নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারের রূপরেখা দেবেন। এরপরে আমরা সরকারের আচরণ দেখবো, তারা (সরকার) সেই রূপরেখায় আসে কি না? সেটা দেখে প্রয়োজনে আমরা জনগণের কাছে যাব। আমরা বিশ্বাস করি, জনগণের অধিকার জনগণই প্রতিষ্ঠা করবে, রাস্তায় নেবে প্রতিষ্ঠা করবে। আমরা বিএনপি জনগণের সাথে থাকব। জনগণ তাদের ভোটের অধিকারের দাবি আদায় করেই একাদশ জাতীয় সংসদ নির্বাচন করবে।
বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুর সভাপতিত্বে ও কৃষক দলের দপ্তর সম্পাদক এস কে সাদীর পরিচালনায় আলোচনা সভায় দলের ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য নাজমুল হক নান্নু, আতাউর রহমান ঢালী, শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসাইন প্রমুখ উপস্থিত ছিলেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।