বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় মো. আলম (৩৫) ও আবু বকর সিদ্দিক নামের দুই ব্যক্তি নিহত হয়েছে।
গতকাল রোববার সকালের দিকে কারওয়ান বাজার ও চকবাজারে এ পৃথক দুইটি দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, সকাল সাড়ে ৯টার দিকে মো. আলম রাজধানীর কারওয়ান বাজার এলাকার হোটেল সোনারগাঁওয়ের সামনে সড়ক পার হওয়ার সময় একটি বাস তাকে ধাক্কা দেয়। পথচারি মো. আল আমিন তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আলম ভোলা জেলার বোরহান উদ্দীন থানার গইট্টা গ্রামের আব্দুল সালামের ছেলে। তিনি পেশায় মাছ ব্যবসায়ী ছিলেন।
এদিকে আবু বকর সিদ্দিক সকাল সাড়ে ১০টার দিকে চকবাজার থানা এলাকার বকশী বাজার বোর্ড অফিসের সামনে গ্রামীণ শুভেচ্ছা পরিবহনের একটি বাসে ওঠার সময় পড়ে গিয়ে গুরুতর আহত হন। জাবেদ নামের একজন পথচারি সেখান থেকে তাকে উদ্ধার করে ঢামেকে নিয়ে আসেন। চিকিৎসাধীন অবস্থায় দুপুর পৌনে ১২টার দিকে সিদ্দিক মারা যান।
সিদ্দিকের বাড়ি বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলায়। তিনি মিরপুর ২ নম্বর এলাকার একটি বাসায় পরিবার নিয়ে থাকতেন। পেশায় তিনি ইলেক্ট্রনিকস ইঞ্জিনিয়ার।
ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই বাচ্চু মিয়া এই দুটি খবর নিশ্চিত করে জানিয়েছেন লাশ মর্গে রাখা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।