বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
দেশ এবং দেশের জনগণকে বর্তমান সঙ্কটাপন্ন অবস্থা থেকে মুক্ত করার জন্য মজলুম জননেতা মওলানা ভাসানীর প্রয়োজন ছিল অপরিসীম। যিনি ছিলেন, নিঃস্বার্থবান ও নিখাদ দেশপ্রেমিক। যার কাছে ক্ষমতা ও মসনদের চেয়ে জনস্বার্থ রক্ষাই ছিল প্রধান। গতকাল রোববার সকালে মজলুম জননেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৪১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে রাজধানীর তোপখানা রোডে ডেমোক্রেটিক অ্যালায়েন্সের কার্যালয়ে আয়োজিত এক আলোচনা সভায় ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির (এনডিপি) চেয়ারম্যান আলমগীর মজুমদার একথা বলেন। তিনি বলেন, মওলানা ভাসানী ছিলেন, লোভ-লালসার উর্ধে। কৃষক, শ্রমিক, মেহনতী মানুষ তথা মজলুম মানুষের অধিকার প্রতিষ্ঠায় তিনি ছিলেন আপোষহীন। তিনি ছিলেন, সা¤্রাজ্যাবাদ, সম্প্রসারণবাদ ও আধিপত্যবাদের আতঙ্ক। তিনি বেঁচে থাকলে গণতান্ত্রিক শাসন ব্যবস্থার স্বচ্ছতা বজায় থাকতো। এসময় আরও উপস্থিত ছিলেন, বাংলাদেশ ইসলামিক পার্টির চেয়ারম্যান, এমএ রশিদ প্রধান, গণতান্ত্রিক ইসলামিক মুভমেন্টের চেয়ারম্যান এ্যাড মোহাম্মদ নুরুল ইসলাম খান, ভাইস চেয়াম্যান মোহাম্মদ জাকির হোসেন, এনডিপি’র মহাসচিব আলীনুর রহমান খান সাজু, ও সভাপতি মন্ডলীর সদস্য মীর্জা আমিন আহমদ ইরান, ন্যাশনাল ওয়ার্কার্স ফেডারেশনের সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন, এনডিপি’র ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, সদস্য সচিব শাহিন আলম প্রমুখ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।