Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শেষ হলো ভবদহ পদযাত্রা নয়া কর্মসূচি ঘোষণা

| প্রকাশের সময় : ২০ নভেম্বর, ২০১৭, ১২:০০ এএম

যশোর ব্যুরো: প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি পেশের মাধ্যমে শেষ হলো ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটির পদযাত্রা। চার দিন আগে ভবদহ এলাকা থেকে শুরু হয় পদযাত্রাটি। এতে পানিবদ্ধতার কারণে ক্ষতিগ্রস্ত হাজারো মানুষ অংশ নেন। গতকাল রোববার বিকালে যশোর জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি পেশকালে সংগ্রাম কমিটির নেতারা পানিবদ্ধ এলাকার মানুষের দুঃখ-দুর্দশা তুলে ধরেন। তারা আগামী মাঘীপূর্ণিমার আগেই বিলকপালিয়ায় টিআরএম বাস্তবায়নের দাবি জানান। পরে ঘোষণা করা হয় নতুন কর্মসূচি। কর্মসূচির মধ্যে রয়েছে আগামী ২২ নবেম্বর বুধবার বেলা ১১টায় রাজধানীর শাহবাগ মোড়ে মানববন্ধন এবং প্রধানমন্ত্রী ও জাতীয় সংসদের স্পিকারের কাছে স্মারকলিপি প্রদান।
প্রধানমন্ত্রী বরাবর পেশ করা স্মারকলিপিতে উল্লেখ করা হয়, ‘কপোতাক্ষ নদ সংস্কারে ২৬১ কোটি টাকার একটি প্রকল্প সমাপ্তির পথে। তার সুফল হিসাবে কপোতাক্ষ অববাহিকায় এবার বন্যা হয়নি। নদী গভীর হয়েছে। এলাকা পানিবদ্ধতামুক্ত হয়েছে। তার ফলে কপোতাক্ষ অববাহিকায় এবার সোনার ফসল ফলেছে। দক্ষিণ-পশ্চিমাঞ্চলের প্রধান নদী প্রবাহ ভৈরব উজানে পদ্মা-মাথাভাঙ্গার সাথে সংযোগ দিয়ে সরকার ২৭৪ কোটি টাকার আরোও একটি সংস্কার প্রকল্প অনুমোদন দিয়েছে। আমরা বিশ্বাস করি, এই প্রকল্প সঠিকভাবে বাস্তবায়িত হলে এ অঞ্চলে পানিবদ্ধতা, লবণাক্ততা, আর্সেনিক সমস্যা এবং সুন্দরবন রক্ষায় সুদুরপ্রসারী প্রভাব ফেলবে। এখন প্রয়োজন, ভৈরব-প্রবাহের সাথে সম্পর্কিত শাখাগুলোকে সংযুক্ত ও সংস্কার করা।’
সংগ্রাম কমিটির আহŸায়ক রণজিত বাওয়ালী স্বাক্ষরিত স্মারকলিপি প্রদানের সময় উপস্থিত ছিলেন এবং বক্তব্য উপস্থাপন করেন কমিটির প্রধান উপদেষ্টা ইকবাল কবির জাহিদ, গাজী আব্দুল হামিদ, বৈকুণ্ঠবিহারী রায়, অনিল বিশ্বাস, আবু বক্কার সিদ্দিকী, আতাউর রহমান বাবলু, চৈতন্য পাল, মো. আব্দুল গনি, অশোক রায়, জিল্লুর রহমান ভিটু, জাকির হোসেন হবি, আব্দুল মাজেদ, আহসান উল্লাহ ময়না, সঞ্চয় মল্লিক।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ