বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
চট্টগ্রাম ব্যুরো : কক্সবাজারের দ্বীপ উপজেলা মহেশখালীর সোনাদিয়ায় র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধের পর ভয়ঙ্কর সন্ত্রাসী বাহিনী প্রধান মোকাররম হোসেন জাম্বুর (৩৮) গুলিবিদ্ধ লাশ পাওয়া হয়েছে। ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে দেশি-বিদেশি ৪৪টি আগ্নেয়াস্ত্র ও ১ হাজার ২১৫ রাউÐ গুলি। গতকাল (রোববার) বিকেলে দুর্গম সোনাদিয়া দ্বীপে এ গোলাগুলির ঘটনা ঘটেছে বলে র্যাব-৭ চট্টগ্রামের কর্মকর্তারা জানিয়েছেন।
র্যাব জানায়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রণীত তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী জাম্বুর বিরুদ্ধে মহেশখালীসহ কক্সবাজারের বিভিন্ন থানায় খুন, ধর্ষণ, অপহরণ, অস্ত্রবাজিসহ বিভিন্ন অভিযোগে ১২টির মতো মামলা রয়েছে। এ বাহিনীর সশস্ত্র ক্যাডারদের কাছে জিম্মি ছিল সরকার ঘোষিত এক্সক্লুসিভ পর্যটন জোন মহেশখালীর সোনাদিয়া দ্বীপ। জাম্বু বাহিনীর সন্ত্রাসীরা সশস্ত্র অবস্থায় সেখানে অবস্থান করছে এমন খবর পেয়ে র্যাবের চৌকস একটি দল সেখানে অভিযানে যায়। অভিযান টের পেয়ে সন্ত্রাসীরা গুলি ছুঁড়তে শুরু করে। র্যাব পাল্টা গুলি ছুঁড়লে সন্ত্রাসীদের অনেকে অস্ত্র রেখে পালিয়ে যায়। প্রায় আধাঘণ্টা গুলি বিনিময়ের পর জাম্বুর গুলিবিদ্ধ লাশ পাওয়া যায়।
উল্লেখ্য, কক্সবাজারের দ্বীপ উপজেলা মহেশখালীর দুর্গম পাহাড়ে এর আগে একাধিক অভিযানে দেশি অস্ত্র তৈরির বেশ কয়েকটি কারখানা আবিষ্কার করে র্যাব। সেখান থেকে উদ্ধার করা হয় বিপুল পরিমাণ অস্ত্র ও গুলি। দুর্গম এ দ্বীপে একাধিক সন্ত্রাসী বাহিনী তৎপর রয়েছে। তারা খুন, অপহরণ, চাঁদাবাজি, অস্ত্রবাজি থেকে শুরু করে অস্ত্র ব্যবসার সাথে জাড়িত।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।