Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ডিমলায় ক্ষুদ্র ঋণের দায়ে হতদরিদ্র গ্রেফতার

| প্রকাশের সময় : ২০ নভেম্বর, ২০১৭, ১২:০০ এএম

নীলফামারী সংবাদদাতা : নীলফামারীর ডিমলায় বেসরকারী সংস্থা ব্র্যাকের ক্ষুদ্র ঋণের দায়ে ৬ মাসের সাজাপ্রাপ্ত আসামী মোহাম্মদ আলী (৪৫)’কে গ্রেফতার করেছে ডিমলা থানা পুলিশ। হত দরিদ্র মোহাম্মদ আলী সদর ইউনিয়নের দক্ষিন তিতপাড়া খানাবাড়ী গ্রামের মৃত জফির উদ্দীনের পুত্র। 

জানা যায়, দরিদ্র মোহাম্মদ আলী প্রায় ৫/৬ বছর পূর্বে সংসারে অভাবের তাড়নায় উক্ত সংস্থা থেকে ক্ষুদ্র ঋনের ৬ হাজার টাকার ঋণ গ্রহণ করেন। কিন্তু এ ঋনগ্রস্ত দরিদ্র মোহাম্মদ আলী ব্র্যাকের ঋণের টাকা কিস্তিতে পরিশোধ করতে পারেনি। দীর্ঘদিন ঋণের টাকা না পেয়ে ডিমলা উপজেলা ব্র্যাক কর্তৃপক্ষ ঋণগ্রস্ত মোহাম্মদ আলীর বিরুদ্ধে নীলফামারী জেলা জজ আদালতে একটি মামলা দায়ের করেন। উক্ত মামলায় মহামান্য আলাদতের বিচারক মোহাম্মদ আলীকে ৬ মাসের বিনাশ্রম কারাদÐ প্রদান করেন। আদালতের আদেশ অমান্য করে দীর্ঘদিন ধরে আত্মগোপন করে থাকেন মোহাম্মদ আলী। এদিকে গোপন সংবাদের ভিক্তিতে তার নিজ বাড়ী থেকে ১৭ অক্টোবর রাতে ডিমলা থানা পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন। এ ব্যাপারে ডিমলা থানার ওসি (তদন্ত) মফিজ উদ্দিন শেখ বিষয়টি নিশ্চিত করে বলেন, আসামীর বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা থাকায় তাকে গ্রেফতার করা হয়েছে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ