বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
রাজশাহী ব্যুরো : রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষক শাকিব জোবায়েরর কাছ থেকে ছিনতাই হওয়া মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। একই সাথে আসিক মাহমুদ নাহিদ (২২) নামের চিহিৃত এক ছিনতাইকারীকে গ্রেফতার করেছে মতিহার থানা পুলিশ। গত শনিবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে নগরীর তালাইমারী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত নাহিদ নগরীর বোয়ালিয়া মডেল থানার বাশার রোড এলাকার নিজাম উদ্দিনের ছেলে।
মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেহেদী হাসান রন্টু জানান, গত ২৪ অক্টোবর রাতে নগরীর মতিহার থানার অক্ট্রোয় মোড়ের কাছে রুয়েট শিক্ষক জোবায়ের ছিনতাইকারীর কবলে পড়েন। এসময় তাকে ছুরিকাঘাত করে আহত করার পর একটি মোবাইল ফোন ছিনিয়ে নেয়া হয়। এ ঘটনার পরদিন ২৫ অক্টোবর তিনি বাদী হয়ে মতিহার থানায় মামলা দায়ের করেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।