Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চট্টগ্রামে বাসায় ঢুকে ডাকাতির চেষ্টায় ২ পুলিশ গ্রেফতার

| প্রকাশের সময় : ২০ নভেম্বর, ২০১৭, ১২:০০ এএম

চট্টগ্রাম ব্যুরো : বাসায় ডাকাতির প্রচেষ্টাকালে এক পুলিশ সদস্যসহ দুইজনকে পাকড়াও করে পুলিশে দিয়েছে স্থানীয়রা। গতকাল (রোববার) ওই দু’জনকে আদালতে প্রেরণ করা হয়। আদালত তাদের কারাগারে পাঠিয়েছে। তারা হলেন- পুলিশ কনস্টেবল মোঃ শামীম ভূঁইয়া (২৭) ও চাকরিচ্যুত কনস্টেবল মোঃ গোলাম মোস্তফা (৩০)। শনিবার রাতে নগরীর হালিশহর থানার শান্তিবাগ শ্যামলী আবাসিক এলাকার অবসরপ্রাপ্ত আয়কর কর্মচারি আব্দুর রাজ্জাকের বাসায় এই ঘটনা ঘটেছে। হালিশহর থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ জোবাইর সৈয়দ বলেন, বাসায় ঢুকে মোবাইল ছিনতাইয়ের অভিযোগে পুলিশ কনস্টেবল শামীম এবং চাকরিচ্যুত গোলাম মোস্তফাকে গ্রেফতার করা হয়েছে। শামীম বান্দরবান জেলা পুলিশে কনস্টেবল হিসেবে কর্মরত। তবে প্রেষণে চট্টগ্রামে আরআরএফ-এ কর্মরত আছেন।
আব্দুর রাজ্জাক জানান, শনিবার সন্ধ্যায় শামীম ও মোস্তফা তাদের বাসায় এসে দারোয়ান নূরনবীকে পুলিশ পরিচয় দিয়ে ভেতরে ঢুকেন। ভবনের চতুর্থ তলায় আব্দুর রাজ্জাকের বাসায় গিয়ে কলিংবেল দেন। তারা নিজেদের হালিশহর থানার পুলিশ পরিচয় দিয়ে দরজা খোলার জন্য বলেন। খুলতে দেরি হলে তারা দরজায় লাথি মেরে ভীতিময় পরিস্থিতি সৃষ্টি করেন। দরজা খোলার পর তারা রাজ্জাক ও তার মেয়ে বৃষ্টি এবং দারোয়ান নূরনবীর মোবাইল কেড়ে নেন। এরপর বাসার ভেতরের কক্ষে ঢুকে আলমিরা ভাঙার চেষ্টা করেন। চিৎকার-চেঁচামেচিতে স্থানীয় লোকজন বিষয়টি জেনে যায় এবং ভবনের আশপাশে জড়ো হন। এসময় লোকজন গিয়ে শামীম ও মোস্তফাকে ধরে ফেলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ