পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ইকবাল মাহমুদ বলেছেন, দুদক কোনো দুর্নীতির বিষয় দেখবে কি দেখবে না, সেই সিদ্ধান্ত অন্য কেউ দেবে না। এটা কমিশনের সিদ্ধান্ত। দুদক তার নিজস্ব গতিতে চলবে, দুদক আইন অনুযায়ী চলবে।
দুদকের আইনে বলা আছে, দুদক সিদ্ধান্ত নেবে, বাইরের কেউ সিদ্ধান্ত দেবে না। বিচারপতি এস কে সিনহার বিরুদ্ধে উঠা দুর্নীতির অভিযোগের তদন্তে পদক্ষেপ নেয়া হবে কি না, তার স্পষ্ট জবাব মেলেনি দুদকের চেয়ারম্যানের কাছে। গতকাল রোববার নিজের কার্যালয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
প্রধান বিচারপতি এস কে সিনহার বিরুদ্ধে উঠা দুর্নীতির অভিযোগের আলোচিত এই বিষয়টি প্রশ্নে ইকবাল মাহমুদ বলেন, আপনি স্পেসিফিক যদি কারও ব্যাপারে বলেন, এর উত্তর দেব না। আমার কথা হচ্ছে, স্পেসিফিক কারও ব্যাপারে জিজ্ঞাসা না করাটাই বেটার। সদ্য সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহার দুর্নীতির বিষয়ে নাম ধরে কিছু বলতে না চাইলেও ইকবাল মাহমুদ বলেন, যদি পাই, যারই হোক না কেন, আমরা দুর্নীতির অনুসন্ধান করব। এটা আমাদের বড় দাগের উত্তর। দুদক কোনো দুর্নীতির বিষয় দেখবে কি দেখবে না, সেই সিদ্ধান্ত অন্য কেউ দেবে না। এটা কমিশনের সিদ্ধান্ত। অপর এক প্রশ্নের জবাবে দুদক চেয়াম্যান বলেন, পানামা পেপার্স অনুসন্ধান আমরা এখনও শেষ করতে পারিনি।
সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিলের রায় নিয়ে ক্ষমতাসীনদের তোপের মুখে দীর্ঘ ছুটি নিয়ে বিদেশে যাওয়ার পর সেখান থেকে স¤প্রতি পদত্যাগপত্র পাঠিয়ে দেন বিচারপতি সিনহা। বিদেশ যাওয়ার আগে বিচারপতি সিনহার দেয়া বিভিন্ন বক্তব্যের প্রতিক্রিয়ায় সুপ্রিম কোর্ট থেকে বিরল এক বিবৃতিতে তার বিরুদ্ধে ১১টি অভিযোগের’ কথা বলা হয়। গত ১৩ অক্টোবর অস্ট্রেলিয়া রওনা হওয়ার আগে বিচারপতি সিনহা বলে গিয়েছিলেন, ক্ষমতাসীনদের আচরণে তিনি বিবৃত ও শঙ্কিত। বিএনপি দাবি করছে, বিচার বিভাগকে কুক্ষিগত করতে ক্ষমতাসীনরা প্রধান বিচারপতি সিনহাকে পদত্যাগে বাধ্য করেছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।