Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পিএইচপি প্রোটন-স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক চুক্তি

| প্রকাশের সময় : ২০ নভেম্বর, ২০১৭, ১২:০০ এএম

বরিশাল ব্যুরো : পিএইচপি ফ্যমিলির অঙ্গ প্রতিষ্ঠান পিএইচপি অটোমোবাইলস্ এর সাথে ষ্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক এর সাথে চুক্তি স্বাক্ষরিত হয়েছে। গতকাল রোববার দুপুরে পিএইচপি বিজনেস স্কয়ারে ষ্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক বাংলাদেশ এর সিইও নাসের ইজাজ বিজয় ও পিএইচপি অটোমোবাইলস্ এর ব্যাবস্থাপনা পরিচালক মোহম্মদ আকতার পারভেজ নিজ নিজ পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। এসময় উপস্থিত ছিলেন ষ্ট্যার্ন্ডাড চার্টার ব্যাংক মালয়েসিয়ার কান্ট্রি প্রধান এবং এ দেশের সাবেক সিইও আবরার এ আনোয়ার ও পিএইচপি পরিবারের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ মহসিন। আরও উপস্থিত ছিলেন পিএইচপি পরিবারের ফাইন্যান্স এন্ড এডমিনিষ্ট্রেশান ডাইরেক্টর মোহম্মদ আলী হোসেন, পরিচালক মোহাম্মদ জহিরুল ইসলাম রিংকু এবং ষ্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক চট্টগ্রাম প্রধান শামীম ইকবাল ও আদিত্য মান্ডলাই সহ ষ্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক ও পিএইচপি পরিবারের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
এ চুক্তির আওতায় ষ্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক এর মাধ্যমে ক্রয়কৃত পিএইচপি ফ্যমিলি কর্তৃক দেশের প্রথম তৈরী প্রোটন গাড়ীর ক্রেতাদের বিশেষ সুবিধা প্রদান করা হবে এবং দ্রæততম সময়ের মাধ্যমে ঋণ প্রদানের ব্যবস্থা করা হবে।
ষ্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক বাংলাদেশ এর সিইও নাসের ইজাজ বিজয় বলেন, আমরা এ সেবা দিতে পেরে নিজেদের গর্বিত মনে করছি। আশাকরি ক্লায়েন্টরা আমাদের সাথে সাচ্ছন্দবোধ করবেন। সাবেক সিইও আবরার এ আনোয়ার পিএইচপি ফ্যমিলির প্রসংশা করে বলেন, এ পরিবারের সাথে আমাদের হৃদ্যতা বহুদিনের। এই চুক্তির মাধ্যমে আমাদের সর্ম্পক আরও গভীর হলো। তিনি প্রোটন গাড়ীর সার্বিক সফলতা কামনা করেন।
পিএইচপি পরিবারের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ মহসিন বলেন, দেশের ব্যাংক খাতে ষ্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক অনন্য ভ‚মিকা রাখছে এবং এটি আর্ন্তজাতিকভাবে বিস্বস্থ একটি ব্যাংক। এ ব্যাংকের মাধ্যমে প্রোটন গাড়ীর ক্রেতারা আশাকরি সাচ্ছন্দবোধ করবেন। ষ্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক এর সাথে পিএইচপি প্রোটন গাড়ীর চুক্তিবদ্ধ হওয়ায় আমি আনন্দিত এবং এর সাফল্য ও অগ্রগতি কামনা করি।
পিএইচপি পরিবারের ফাইন্যান্স এন্ড এডমিনিষ্ট্রেশান ডাইরেক্টর মোহম্মদ আলী হোসেন বলেন, ষ্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক আর্ন্তজাতিকভাবে প্রসিদ্ধ একটি ব্যাংক। পিএইচপি প্রোটন এর এ চুক্তির মাধ্যমে ষ্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের সাথে আমরা আরও ঘনিষ্টভাবে একধাপ এগিয়ে গেলাম। তিনি এ চুক্তির সার্বিক সাফল্য কামনা করেন। পিএইচপি পরিচালক মোহাম্মদ জহিরুল ইসলাম ষ্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক পিএইচপি ফ্যামিলির সাথে চুক্তি স্বাক্ষর করায় আন্তরিক ধন্যবাদ জানান এবং তাদের সাফল্য কামনা করেন।
পিএইচপি অটোমোবাইলস্ এর ব্যাবস্থাপনা পরিচালক মোহম্মদ আকতার পারভেজ তার বক্তব্যে বলেন, বাংলাদেশে প্রথম আমরা গাড়ী উৎপাদন করছি এবং এ ঘোষনার সাথে সাথে ক্রেতাদের কাছ থেকে আমরা ব্যাপক সাড়া পেয়েছি। আশাকরি সফলতার সাথে দেশের মানুষের চাহিদা পূরণ করতে পারবো। তিনি এখাতে সরকারের সার্বিক সাফল্য কামনা করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ