Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মেয়র আইভীকে অনুষ্ঠানের অতিথি হিসেবে চান অভিনেতা জয়

বিনোদন ডেস্ক : | প্রকাশের সময় : ২০ নভেম্বর, ২০১৭, ১২:০০ এএম

অভিনেতা জয়ের পরিকল্পনা ও উপস্থাপনায় সেন্স অব হিউমার নামের আলোচিত অনুষ্ঠানে এবার অতিথি হয়ে আসছেন নারায়ণগঞ্জের মেয়র সেলিনা হায়াৎ আইভী। গত বৃহ¯পতিবার বিকালে জয় ছুটে যান নারায়ণগঞ্জে। অনুষ্ঠানটির বিষয়ে সরাসরি বৈঠক করেন মেয়রের অফিসে বসে। সেখান থেকে জয় ফেসবুক লাইভ করেন আইভীর সঙ্গে। লাইভে দুজনে কথা বলেন দর্শক-ভক্তদের সঙ্গে। যেখানে আইভী বলেন, জয় আমার প্রিয় ছোট ভাই। সে অনুরোধ করেছে তার অনুষ্ঠানে যাওয়ার জন্য। অনুষ্ঠানটি আমি নিজেও বেশ কয়েকটি পর্ব দেখেছি। বেশ ভালো লেগেছে। আমি অবশ্যই এই অনুষ্ঠানে যাবো। তবে একটু সময় নিতে হবে। কারণ এখন আমি একটু ব্যস্ত সময় পার করছি। এদিকে জয় বলেন, আমি অনুষ্ঠানটির অতিথি নির্বাচনে বরাবরই সিরিয়াস। ভাবছি রাজনৈতিক তারকাদেরকেও এই অনুষ্ঠানে অতিথি করা প্রয়োজন। সেই ভাবনা থেকে আইভী আপার সঙ্গে কথা বলছিলাম গত কদিন ধরে। সরাসরি তার কাছে গিয়ে বললাম, ২০ নভেম্বরের শূটিংয়ে তিনি যেন আমাদের অতিথি হয়ে আসেন। একজন অসাধারণ অতিথির জন্য দরকার হলে প্রতি সপ্তাহেই অপেক্ষায় থাকবো। আমি নিশ্চিত তিনি আমাদের হতাশ করবেন না।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ