Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আড়াইহাজারে শিয়ালের কামড়ে আহত ৩০

| প্রকাশের সময় : ২০ নভেম্বর, ২০১৭, ১২:০০ এএম

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) উপজেলা সংবাদদাতা : আড়াইহাজার উপজেলার সদর পৌরসভার দুই গ্রাম ও নরসিংদী সদর উপজেলার এক গ্রামে শিয়ালের কামড়ে নারীসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন। শনিবার বিকেল থেকে রাত ৮টা পর্যন্ত আড়াইহাজারের কামরানীর চর, মাঝের চর ও নরসিংদী সদর উপজেলার দন্তরদী গ্রামে এ ঘটনা ঘটে। আড়াইহাজার স্বাস্থ্যকেন্দ্রের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: হাবিব ইসমাইল ভ‚ঁইয়া জানান, প্রথমে কামরানীর চর গ্রামে একটি পাগলা শিয়াল যাকে সামনে পায় তাকেই আক্রমণ করতে থাকে। ওই গ্রামে তিনজনকে আহত করে। একপর্যায়ে এলাকাবাসী লাঠিসোটা নিয়ে ধাওয়া দিলে পাশের মাঝের চর গ্রামে চলে যায়। সেখানে গিয়ে পাঁচজনকে আহত করে। পরে ওইখান থেকে ধাওয়া খেয়ে নরসিংদী সদর উপজেলার দস্তর দিয়ে একাধারে ২২ জনকে কামড়িয়ে আহত করে। আহতদের মধ্যে দস্তরদীর আবুল কালামকে ঢাকার মহাখালি এবং বাকিদের আড়াইহাজার হাসপাতালে ভর্তি করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ