Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ধামরাইকে ভিক্ষুকমুক্ত করার উদ্যোগ

| প্রকাশের সময় : ২০ নভেম্বর, ২০১৭, ১২:০০ এএম

মো. আনিস উর রহমান স্বপন, ধামরাই (ঢাকা) থেকে : আমরা দিবো শিক্ষা, কর্মসংস্থান-দীক্ষা, ভিক্ষুক ছাড়বে ভিক্ষা এ সেøাগান সামনে রেখে প্রধানমন্ত্রীর নির্দেশনায় সারা দেশের মতো ঢাকা জেলায় প্রথম ধামরাই উপজেলার ১৬টি ইউনিয়ন ও একটি পৌরসভায় ভিক্ষুকমুক্ত করতে উপজেলা প্রশাসন ব্যাপক উদ্যোগ গ্রহণ করেছে। পৌরসভাসহ সারা উপজেলায় ৬৭৩ জন ভিক্ষুকের নামের তালিকা করেছে উপজেলা প্রশাসন। এসব ভিক্ষুক নিজ তথা পরিবারের সদস্যদের ক্ষুধা নিবারণের জন্য বাড়ি বাড়ি, হাট-বাজার, রাস্তাঘাট, বাসস্ট্যান্ড, বিভিন্ন সরকারি-বেসরকারি অফিস আদালতসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষের কাছে সাহায্যের জন্য আকুতি-মিনতি করে হাত পাতছে। ভিক্ষুকদের শুধু তালিকা প্রণয়নই নয়, প্রতিটি ইউনিয়নের জনপ্রতিনিধিদের নিয়ে সভাও করছেন কিভাবে গ্রামের দরিদ্র মানুষগুলো অর্থাৎ ভিক্ষুকদের কর্মসংস্থান বা স্বাবলম্বী করা যায়। ভিক্ষুকদের স্বাবলম্বী করা জন্য উপজেলা প্রশাসনের নির্দেশনায় ধামরাইয়ে ১৭টি সরকারি বিভিন্ন দফতর,পৌরসভাসহ স্বায়ত-শাষিত বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা থেকে কর্মচারী পর্যন্ত একদিনের মূল বেতনের টাকা কর্তন করা হয়েছে। এ পর্যন্ত প্রায় ৯ লাখ টাকা উত্তোলন করা হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার আবুল কালাম বলেন, প্রতিটি মানুষ এ সমাজে সুন্দরভাবে বাঁচতে চায়। উপজেলা প্রশাসন এসব দরিদ্র মানুষের পাশে দাঁড়িনোর চেষ্টা করছে। সমাজের বিত্তবান মানুষ যদি পাশে দাঁড়ায়, তবেই এর সফলতা আসবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ