রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
কুমিল্লা উত্তর সংবাদদাতা : কুমিল্লার দাউদকান্দি উপজেলার অপরাধ জগত নিয়ন্ত্রণ নিতে একের পর এক সিরিজ হত্যাকান্ডের ঘটনা সংঘটিত হচ্ছে। সন্ত্রাসীদের মধ্যে পক্ষে-বিপক্ষে হামলার ঘটনাও ঘটছে অহরহ। গত শনিবার ১৮ নভেম্বর দিনগত রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে এই অঞ্চলের টপ সন্ত্রাসী মনির হোসেন সরকার ওরফে চিকা মনিরের সেকেন্ড ইন কমান্ড গৌরপুরের জোড়া খুনের প্রধান আসামি অস্ত্রধারী সন্ত্রাসী শাহ আলম তার নিজ গ্রাম গোপচরে প্রতিপক্ষ সন্ত্রাসী হামলার শিকার হয়েছে। এসময় সন্ত্রাসীরা রামদা দিয়ে কুপিয়ে গুরুতর আহত করেছে এবং আলমের বাম-পা শরীর থেকে বিচ্ছিন্ন করে কেটে নিয়ে গেছে সন্ত্রাসীরা। এসময় আলমের চিৎকারে তারই অনুসারী লোকজন প্রথমে গৌরীপুর সরকারি হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মাহামুদুল হাসান সুজন আশঙ্কাজনক আবস্থায় ঢাকা প্রেরণ করেন। এদিকে পুলিশ জানায়, সন্ত্রাসী আহত আলমকে কোথায়ও খুঁজে পাচ্ছি না। ধারণা করা হচ্ছে, আলমের লোকজনই আলমকে আত্মগোপনে সরিয়ে ফেলেছে। এলাকার লোকমুখে শোনা যাচ্ছে, আলম মারা গেছে। গোপচর এলাকা থমথম অবস্থা বিরাজ করছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
পুলিশ ও এলাকবাসী সূত্রে জানা যায়, এই অঞ্চলের শীর্ষ সন্ত্রাসী তিতাস উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক এবং ইউপি চেয়ারম্যান মো. মনির হোসেন সরকার ওরফে চিকা মনির ও তার কয়েকজন সহযোগী গত বছরের ৮ নভেম্বর একটি মামলায় কুমিল্লা হাজিরা দিতে যাওয়ার পথে দাউদকান্দির গৌরৗপুর মোড়ে সকাল ৮টার দিকে একদল সন্ত্রাসী অতর্কিত হামলা চালিয়ে গুলি করে ও কুপিয়ে নির্মমভাবে হত্যা করে মনির হোসেন ও তার শ্যালক মহিউদ্দিনকে। এরই ছয় মাসের মাথায় চলতি বছরের ১ এপ্রিল বিকেলে নিহত শীর্ষ সন্ত্রাসী মনিরের সেকেন্ড ইন কমান্ড আলমের নেতৃত্বে একদল সন্ত্রাসী গৌরীপুর বাজারে প্রকাশ্যে শত শত লোকের সামনে কুপিয়ে ও পিটিয়ে নির্মমভাবে হত্যা করে আবু সাইদ ও মোহাম্মদ আলী নামের দুই সন্ত্রাসীকে। নিহত দুইজনই মনির হোসেন ও মহিউদ্দিন হত্যা মামলার আসামি ছিল। ধারণা করা হচ্ছে, এরই জের ধরে গত শনিবার রাতে সন্ত্রাসী আলম হামলার শিকার হয়েছে। গৌরীপুরের জোড়া হত্যাকান্ড মামলায় সন্ত্রাসী আলম প্রধান আসামি। এর আগে এ বছরের ৬ মে বেলা ১১টার দিকে দাউদকান্দি উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক আমির হোসেন রাজনকে একদল সন্ত্রাসী প্রকাশ্যে দিবালোকে রামদা দিয়ে কুপিয়ে হত্যা করেছে। এদিকে শুধু অপরাধ জগতের আধিপত্য বিস্তারে গত তিন বছরে দাউদকান্দিতে আওয়ামী লীগের বহু নেতাকর্মী খুন হয়েছে। এলাকাবাসী বলছে, হত্যাকান্ডগুলো ঘটছে শুধু বালু মহাল, সিএনজি ও বাসস্ট্যান্ড দখলসহ নানা অপরাধ জগত নিয়ন্ত্রণ নিতে। সন্ত্রাসীদের পাল্টাপাল্টি এসব সিরিজ হত্যাকান্ডের ঘটনায় এলাকার ‘অপরাধ প্রতিবাদী’ লোকজনও এক অজানা হত্যা আতঙ্কে কাটাচ্ছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।