Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গাড়ির নিচে ফেলে দিয়ে দুর্ঘটনা বলে চালানোর চেষ্টা

পরকীয়ার জেরে এলএলবি ছাত্র খুন!

| প্রকাশের সময় : ১৯ নভেম্বর, ২০১৭, ১২:০০ এএম

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) উপজেলা সংবাদদাতা : গাইবান্ধার গোবিন্দগঞ্জে পরকীয়া প্রেমের কারণে বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ণরত এক ছাত্রকে হত্যা করে গাড়িচাপা দেয়া হয়েছে বলে অভিযোগ করেছে নিহত ছাত্রের পরিবার। নিহত ছাত্র বাংলাদেশ বিশ্ববিদ্যালয়ে এলএলবি ৩য় বর্ষের ছাত্র গোবিন্দগঞ্জ পৌর এলাকার খলসি চাঁদপুর গ্রামের আবু তাহের মন্ডলের ছেলে তরিকুল ইসলাম বাবু (২৫)। পরকীয়া প্রেমের সর্ম্পকের কারণে এই ছাত্রকে হত্যা করে চলন্ত গাড়ির নিচে ফেলে দিয়ে দুর্ঘটনা বলে চালিয়ে দেয়া হয়েছে।
থানায় অভিযোগ ও পরিবার সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে তরিকুল ইসলাম বাবুর কোন সন্ধান না পেয়ে তার মা গত শুক্রবার গোবিন্দগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করেন। শুক্রবার ভোরে রংপুর-বগুড়া মহাসড়কের গোবিন্দগঞ্জ পৌরসভার পান্তাপাড়া এলাকায় পল্লী বিদ্যুৎ অফিসের সামনে গাড়ির চাকায় পৃষ্ট এক যুবকের লাশ পায় গোবিন্দগঞ্জ হাইওয়ে থানা পুলিশ। সারাদিন পরিচয় নিশ্চিত না হতে পেরে হাইওয়ে থানা পুলিশ অজ্ঞাত লাশ হিসেবে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করে। গতকাল শনিবার সকালে নিখোঁজ বাবুর পরিবারের লোকজন থানায় গিয়ে অজ্ঞাত লাশের কাপড় দেখে তারা এটি তরিকুল ইসলাম বাবুর লাশ বলে শনাক্ত করে ।
তরিকুল ইসলাম বাবুর পিতা আবু তাহের মন্ডলের থানায় লিখিত অভিযোগ ও তার মামা আইয়ুব হোসেনের মৌখিক অভিযোগে জানা গেছে, পৌরসভার ৩নং ওয়ার্ডের আরজি খলসি গ্রামের জহুরুল ইসলামের মেয়ে ¯œাতক পরীক্ষার্থী জান্নাতির সাথে মোবাইলে পরিচয় সূত্রে তরিকুল ইসলাম বাবুর প্রেমের সম্পর্ক গড়ে উঠে। জান্নাতি বিবাহিত হওয়ায় এই সর্ম্পক তাদের পরিবার থেকে মেনে নেয়া হয়নি। জান্নাতির পরিবারে লোকজন বাবু ও তার পরিবারকে নিয়মিত হুমকি ধামকি দিয়ে আসছিলো। তিনি আরো জানান, জান্নাতি ও তার পরিবারের লোকজন কৌশলে বাবুকে ডেকে মতিঝিল রোডের ধাসসিড়ি স্কুলের উত্তর ধারে ফাকা জায়গায় নিয়ে গিয়ে বৃহস্পতিবার রাতের যেকোন সময় তাকে হত্যা করে। এসময় বাবুর পকেটে থাকা মোবাইলটি উক্ত স্থানে পড়ে যায়। যা পরদিন শুক্রবার ভোরে হাটাহাটি করার জনৈক সুমন মহন্থের ছেলে উৎসব মহন্ত কুড়ে পায়। এরপর হত্যাকারীরা রাতেই বাবুর লাশ নিয়ে পৌর শহরের পল্লী বিদ্যুৎ অফিসের সামনে রংপুর-বগুড়া মহাসড়কের উপর ফেলে দিলে চলন্ত বাস-ট্রাকের নীচে পড়ে ও চাকায় পৃষ্ট হয়ে লাশ ক্ষত-বিক্ষত হয়। পরে হাইওয়ে পুলিশ লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করে।
অপরদিকে তরিকুল ইসলাম বাবুকে হত্যার ঘটনায় জড়িত থাকার বিষয়টি অস্বীকার করে জান্নাতির পিতা জহুরুল ইসলাম জানান, ৮/৯ মাস থেকে আমার মেয়ের সাথে বাবুর মোবাইল ফোনে যোগাযোগের কথা শুনেছি। তবে আমি কিংবা আমার মেয়ে বা পরিবারের কোন সদস্য কোন দিন বাবুকে সামনা সামনি দেখিনি।
এদিকে তরিকুল ইসলাম বাবুর পিতা আবু তাহের মন্ডল তার ছেলেকে হত্যার অভিযোগে জান্নাতিসহ ৪জনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেছে। এ বিষয়ে গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ মজিবুর রহমান বলেন, গত শুক্রবার হাইওয়ে পুলিশ যে লাশটি উদ্ধার করেছে তা এতটাই পিষ্ট ছিল যে সনাক্ত করাই দুরুহ। ওই লাশটি বাবুর কিনা তা নিশ্চিত হতে গেলে ডিএনএ টেষ্ট করতে হবে। তদন্ত সাপেক্ষে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ